CM Mamata Banerjee: '..ভোটার লিস্ট থেকে নাম কাটার চেষ্টা', ফের কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর
Mamata On EC : ফের জাতীয় নির্বাচন কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর, কী বললেন তৃণমূল সুপ্রিমো ?

আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কমলকৃষ্ণ দে, কলকাতা : ফের জাতীয় নির্বাচন কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর। মমতা বলেন'আমাকে ভয় দেখিয়ে কিছু করা যাবে না। ভোট আসলেই এনআরসি, ভোটার লিস্ট থেকে নাম কাটার চেষ্টা। দয়া করে বিজেপির ললিপপ হবেন না, কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন, SSC গ্রুপ সি মামলায় সুবীরেশ-সহ ৫ জনের কন্ঠস্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া শুরু
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির ললিপপ হবেন না। তাহলে কিন্তু দেশের মানুষ ক্ষমা করবে না। বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, যাকে ওনার পছন্দ হবে না তাকেই গালি দেন। Sir হবেই। বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনে বাদ পড়েছে প্রায় ৬৫ লক্ষ নাম। এরপরই, নথি দেখিয়ে নির্বাচন কমিশন ও বিজেপির আঁতাঁতে ভোট চুরির অভিযোগ তুলেছিলেন লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।বিহার জুড়ে ভোটার অধিকার যাত্রাও করছেন তিনি।লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, বিহারে SIR প্রাতিষ্ঠানিক চুরির উপায়। নির্বাচন কমিশনার আর বিজেপির মধ্যে অংশীদারিত্ব রয়েছে।
পশ্চিমবঙ্গে এই ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরুর আগেই রাজনৈতিক তরজার পারদ সপ্তমে উঠেছে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে, খোদ মুখ্য় নির্বাচন কমিশনারের মুখে শোনা গেছে এরাজ্য়ে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রসঙ্গ। মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন,পশ্চিমবঙ্গে SIR-এর তারিখ নিয়ে যে প্রশ্ন, আমরা ৩ জন কমিশনার সঠিক সময়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। কবে পশ্চিমবঙ্গে (SIR) হবে, কবে দেশের অন্য রাজ্যে (SIR) হবে, সঠিক সময়ে তারিখ জানিয়ে দেওয়া হবে।
এই অবস্থায় মঙ্গলবার বর্ধমানের সভা থেকে নির্বাচন কমিশনকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'নতুন করে ভোট আসলেই NRC করতে হবে, ভোটার লিস্টে নাম কাটতে হবে। আর নির্বাচন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই, অনেক সেলাম জানাই, প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না। প্লিজ দয়া করে, বিজেপির ললিপপ হবেন না। তাহলে কিন্তু দেশের মানুষ ক্ষমা করবে না। ' বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গের যা রাজ্য নির্বাচন কমিশনার আছেন, একদম কুমোরটুলির অসুর। ওঁকে উনি ললিপপ, ওঁর ভাজা চপ-বেগুনি খাইয়ে খাইয়ে অভ্যস্ত হয়েছেন। এর জন্য মনে করছেন যে, এগুলিই চলে। কেন্দ্রীয় সরকারও এসব করে। 'ভোট যত এগিয়ে আসছে, ততই তরজা সপ্তমে উঠছে।






















