Recruitment Scam : SSC গ্রুপ সি মামলায় সুবীরেশ-সহ ৫ জনের কন্ঠস্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া শুরু
SSC Case Voice Sample Test : আদালতের নির্দেশে ৫ জনের কন্ঠস্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া শুরু

কলকাতা : এসএসসি গ্রুপ সি মামলায় ৫ জনের কন্ঠস্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া শুরু। সুবীরেশ ভট্টাচার্য, পঙ্কজ বনশল, পর্ণা বসু, সমরজিৎ আচার্য সহ ৫ জনের কন্ঠস্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া শুরু। আদালতের নির্দেশে ৫ জনের কন্ঠস্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া শুরু।
আরও পড়ুন, ভুয়ো CBI অফিসার সেজে 'প্রতারণা', বিভাস অধিকারীর ভুয়ো থানা কাণ্ডের ছায়া এবার ডায়মন্ড হারবারে!
গ্রুপ C-র নিয়োগ দুর্নীতি মামলায়, সুবীরেশ ভট্টাচার্য-সহ ৫ অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার নির্দেশ দিয়েছিল আদালত। CBI-এর তদন্তকারী অফিসারকে আদালতে থাকতে হবে। ওই দিনই কোন ম্যাজিস্ট্রেটের সামনে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে তা বলবেন বিচারক।গ্রুপ C-র নিয়োগ দুর্নীতির মামলায় ৫ অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার নির্দেশ দিয়েছিল আলিপুরের বিশেষ CBI আদালত। সূত্রের দাবি, কিছুদিন আগে এই মামলায়, CBI-এর হাতে আসে একটি ভিডিও ক্লিপ। এই ভিডিও ক্লিপে SSC’র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, প্রাক্তন প্রোগ্রাম অফিসার পর্ণা বসু, SSC’র তৎকালীন প্রোগ্রামিং অফিসার সমরজিৎ আচার্য। OMR মূল্যায়ণের দায়িত্বে থাকা NYSA-র প্রাক্তন আধিকারিক নীলাদ্রি দাস, এবং NYSA-র প্রাক্তন কর্মী পঙ্কজ বনসলকে দেখা যায়।
প্রসঙ্গত, সিবিআই সূত্রে দাবি ছিল, ভিডিওটিতে বারবার শোনা গিয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমানে জেলবন্দি পার্থ চট্টোপাধ্য়ায়ের কথা। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায় যে এই দুর্নীতির মাস্টারমাইন্ড, তা এই ভিডিও ক্লিপ থেকেই স্পষ্ট। এই অবস্থায়, ভিডিও ফুটেজে থাকা অভিযুক্ত ৫ জনের কণ্ঠস্বরের নমুনা নেওয়ার জন্য আলিপুরের বিশেষ CBI আদালতে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মামলার শুনানিতে SSC’র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যর আইনজীবী বলেছিলেন,গ্রুপ C-র নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং সুবীরেশ ভট্টাচার্য জামিন পেয়েছেন। তবে, অর্ডারের কপি এখনও আসেনি। অর্ডারের কপি আসলে মামলার শুনানি করব।
তখন CBI-এর আইনজীবী বলেছিলেন,১৬ই মে, আমরা কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য আদালতে আবেদন করেছিলাম।এখনও পর্যন্ত কণ্ঠস্বরের নমুনা নিতে পারলাম না। কেন কণ্ঠস্বরের নমুনা নিতে চাই, কী তথ্য-প্রমাণ আছে, তা সব জমা দিয়েছি।বিচারক বলেন, তাহলে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিচ্ছি। সুবীরেশ ভট্টাচার্যর আইনজীবী বলেছিলেন, আমাদের বক্তব্য না শুনে কী করে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দেবেন? তখন বিচারক বলেছিলেন, আপনারা তো বলতে চাইছেন না। সুপ্রিম কোর্টের অর্ডারের পর বলবেন বলছেন, এটাই নির্দেশে লিখে দেব।এরপরই গ্রুপ C-র নিয়োগ দুর্নীতি মামলায় ৫ অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দেন বিচারক।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















