(Source: ECI/ABP News/ABP Majha)
Mamata Banerjee on School Dress Issue : 'সবেতেই তৃণমূলের দোষ, তৈরি হয়েছে কিছু নন্দ ঘোষ' স্কুল পোশাকে বিশ্ববাংলা লোগো প্রসঙ্গে মুখ্যমন্ত্রী
Mamata Banerjee Attacks Opposition : গোটা বিতর্কের জন্য বিরোধীদের কাঠগড়ায় তুলে 'রাম-বাম-শ্যামের দল' বলে খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী
কলকাতা : স্কুল পোশাকে (School Uniform) বিশ্ববাংলা লোগো (Biswa Bangla Logo) নিয়ে তৈরি হওয়া বিতর্কে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। লোগোটি তাঁর নিজের তৈরি জানিয়ে বিরোধীদের (opposition) কটাক্ষ করে তিনি বলেন, 'সবেতেই তৃণমূলের দোষ, তৈরি হয়েছে কিছু নন্দ ঘোষ'। ইস্যুটি ঘিরে ইতিমধ্যে আদালতে মামলা হয়েছে, তাই তা নিয়ে কোনও কথা বলতে চান না জানিয়ে মুখ্যমন্ত্রী গোটা বিতর্কের জন্য বিরোধীদের কাঠগড়ায় তুলে 'রাম-বাম-শ্যামের দল' বলে খোঁচা দিয়েছেন।
বিরোধীদের আক্রমণ
বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indore Stadium) নতুন করে রাজ্য সরকারের বিধবা ভাতা দেওয়ার অনুষ্ঠানমঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কড়া ভাষায় আক্রমণ, 'কেন বিশ্ববাংলার লোগো, তা নিয়ে মামলা করে দিয়েছ। আদালতে গিয়ে বলা হয়েছে ওটা তৃণমূলের লোগো। দিল্লির সরকার হলে তো নিজেদের ছবি লাগিয়ে দিত।'
কেন বিশ্ববাংলার লোগো পোশাকে চাইছে রাজ্য সরকার
রাজ্য সরকার (West Bengal Government) কেন স্কুলের পড়ুয়াদের পোশাকে বিশ্ববাংলা লোগো লাগাতে চায় সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিশ্ববাংলা তো সরকারের ব্র্যান্ড। আমরা যে বাংলার অধিবাসী, সেটা জানাতেই বিশ্ববাংলা লোগো।'
তিনি জোড়েন, 'এই লোগোটা আমি নিজে তৈরি করে দিয়েছি। তার জন্য কোনও পয়সাও নিই না, অকারণ প্রচারও করি না। আর সরকারি স্কুলের পড়ুয়াদের জামা-জুতো সবই তো সরকার দেয়, সেখানে বাংলার নিজস্ব ছাপ থাকলে ক্ষতি কোথায়?'
হাইকোর্টে পোশাক ও লোগো ইস্যুতে মামলা
স্কুল পড়ুয়াদের পোশাকের রং নীল-সাদা হওয়া ও পোশাকে বিশ্ব বাংলার লোগো কেন থাকবে সেটা নিয়ে ইতিমধ্যে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। নির্দিষ্ট বিষয়টি হাইকোর্টের অধীনে থাকায় তা নিয়ে মন্তব্য করতে না চাইলেও গোটা বিষয়টা বিতর্ক ও ইস্যুতে পরিণত হয়েছে বিরোধীদের জন্যই, এমনটাই বুঝিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী। তাঁর কড়া ভাষায় আক্রমণ, 'এখন তো কেউ হাঁচলেও কোর্টে যাচ্ছে, কেউ কাশলেও কোর্টে যাচ্ছে।'
আরও পড়ুন- "সরকারি স্কুলের পড়ুয়াদের পোশাকে কেন বিশ্ববাংলার লোগো ?" জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে