Mamata Banerjee: 'টাকা ছিল না, গলার মটর মালার হার বিক্রি করে কলেজে ভর্তি হয়েছিলাম', বললেন মমতা
Mamata On Yogeshree: ধনধান্য প্রেক্ষাগৃহে যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী, বক্তব্য রাখতে গিয়ে এদিন স্মৃতির শহরে মমতা, শোনালেন কলেজ লাইফের ফেলা আসা মুহূর্ত..
কলকাতা: ধনধান্য প্রেক্ষাগৃহে যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। জয়েন্ট, নিট থেকে শুরু করে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় বিনামূল্যে প্রশিক্ষণের প্রকল্পই যোগ্যশ্রী। আজ থেকে কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হল ভাঙড়। সেই অন্তর্ভুক্তিকরণেরও সূচনা করলেন মুখ্যমন্ত্রী। প্রতিবছর ১-৭ জানুয়ারি পালন হবে ছাত্র সপ্তাহ, ঘোষণা মুখ্যমন্ত্রীর। এদিন স্মৃতির শহরে ডুব দিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'টাকা ছিল না, গলায় মটর মালার হার বিক্রি করে কলেজে ভর্তি হয়েছিলাম..'।
মুখ্যমন্ত্রী বলেন 'তৃণমূল সরকার ইংরেজি মাধ্যম স্কুল চালু করেছে, রাজ্যের ছাত্র-ছাত্রীদের ইংরেজিতে পোক্ত করার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।১ কোটি ১৫ লক্ষ ছেলেমেয়ে সবুজ সাথীর সাইকেল পেয়েছে। ৮৬ লক্ষেরও বেশি মেয়ে কন্যাশ্রী পাচ্ছেন। উৎকর্ষ বাংলা তৈরি করবে রাজ্য সরকার। স্কিলড্ ট্রেনিং প্রোগ্রামে বাংলা এখন দেশের মধ্যে এক নম্বরে। কলকাতা পুলিশের দশম ডিভিশন হল ভাঙড়।'
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সমালোচনার জবাব মুখ্যমন্ত্রীর। 'অনেকে বাংলার আইনশৃঙ্খলা নিয়ে মিথ্যা-অপপ্রচার করে। আমাকে গালাগালি দিলে আপত্তি নেই, কিন্তু বাংলাকে গালাগালি দিলে আপত্তি আছে। আইনশৃঙ্খলা ভাল না হলে কলকাতা কীভাবে দেশের মধ্যে সুরক্ষিত শহর হিসেবে ঘোষিত হল?' ধনধান্য অডিটোরিয়ামে পড়ুয়াদের অনুষ্ঠানে মন্তব্য মুখ্যমন্ত্রীর।
প্রসঙ্গত, সন্দেশখালিকাণ্ড নিয়ে সম্প্রতি কল্যাণীর অনুষ্ঠানে কড়া প্রতিক্রিয়া দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। মূলত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান ঘিরে সন্দেশখালিতে দুষ্কৃতী তাণ্ডবের ভয়াবহ অভিযোগ উঠেছে (ED Raid On TMC Leader House)। এদিন ইডি,সিআরপিএফ জওয়ান থেকে সংবাদমাধ্যম, রেহাই পায়নি কেউই। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বিচারপতির প্রশ্ন, 'রাজ্যে কোনও আইনশৃঙ্খলা আছে বলে আপনার মনে হয়?' আর এদিন পাল্টা জবাব এল মুখ্যমন্ত্রীর তরফে।
অপরদিকে, এদিন যোগ্যশ্রী প্রকল্পের সূচনা সেরে গঙ্গাসাগরে মেলার আগের পরিস্থিতি পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। দুপুরে সাগর হেলিপ্যাডে নামেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ভারত সেবাশ্রমে যাবেন। এরপর কপিল মুনির মন্দিরে গিয়ে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাতে গঙ্গাসাগরেই থাকবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল যাবেন জয়নগরে। সেখানে প্রশাসনিক সভা রয়েছে। সভা সেরে কালই কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন, বিলকিস বানো মামলায় 'সুপ্রিম' নির্দেশে বড় ধাক্কা গুজরাত সরকারের
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)