CM Mamata Banerjee:'ছাত্র-রাজনীতি থেকে এসেছি, এটাই সবথেকে বড় গর্ব', তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতার
TMCP Foundation Day:আমি ছাত্র-রাজনীতি থেকে এসেছি, এটাই আমার সবথেকে বড় গর্ব', তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আজ মেয়ো রোডে সমাবেশ থেকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের।
কলকাতা: 'আমি ছাত্র-রাজনীতি থেকে এসেছি, এটাই আমার সবথেকে বড় গর্ব', তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP Foundation Day) উপলক্ষ্যে আজ মেয়ো রোডে সমাবেশ থেকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (CM Mamata Banerjee)। বললেন, 'দুধের ডিপোতে কাজ করে সেই টাকাটা ছাত্র-ছাত্রীদের প্রয়োজনে কাজে লাগাতাম।' স্মৃতিচারণায় ২১ জুলাই থেকে অতীতের ঘটনা।
যাদবপুর-কাণ্ড থেকে দত্তপুকুরে বিস্ফোরণ...
হালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার মৃত্যু ও গত কাল দত্তপুকুরের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের মতো ঘটনায় বিরোধী শিবিরের তুমুল আক্রমণের মুখে শাসকদল। এদিন প্রাক্তন দলীয় সতীর্থ তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী আবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছেন। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মমতা যে এসবের জবাব দেওয়ার চেষ্টা করবেন, তা মোটামুটি জানা ছিল। তবে এদিন পাল্টা দেওয়ার জন্য অতীতের স্মরণিতে হেঁটেছেন তৃণমূলনেত্রী। মনে করিয়েছেন, 'হাজরায় মিছিল করার সময় লোহার চেন দিয়ে সকলকে আটকে আমার মাথায় ডান্ডা মারল। রটে গিয়েছিল আমি মারা গিয়েছি। সংসদ মুলতুবি হয়ে যায়।' তাঁর উপর যে ভয়ঙ্কর আক্রমণ চলেছে, তার একের পর এক বিবরণ এদিন ফের শোনা যায় তৃণমূলনেত্রীর মুখে। তবে কোনও কিছুতেই 'লক্ষ্যভ্রষ্ট' হননি, বার্তা মুখ্যমন্ত্রীর। বললেন, 'সিপিএমকে সরিয়ে দেব ঠিক করেছিলাম। আমরা সরিয়েছি। এবার আমাদের লক্ষ্য, বিজেপিকে সরানো।' তিনি যে বাংলার ছাত্র-যুবদের রাজ্য থেকে বাইরে যেতে দিতে চান না, সে কথাও জোর দিয়ে বলেন। তৃণমূল সরকার, পড়ুয়াদের জন্য যে সব প্রকল্পের ব্যবস্থা করেছে সে কথা মনে করান। কর্মসংস্থানের জন্যও ব্যাপক আয়োজন রয়েছে রাজ্য সরকারের, ছিল সেই বার্তাও। এই প্রসঙ্গেই আসে সবুজ বাজি কারখানার কথা। মুখ্য়মন্ত্রী বলেন, 'আমরা সবুজ বাজি কারখানা তৈরি করে দিচ্ছি। কারণ তাতে কিছু মানুষের কর্মসংস্থান হবে। ইট-ভাটার কোনও আইন ছিল না। আমরা করেছি।' প্রসঙ্গত, এই বাজি কারখানার ব্যবসা নিয়ে বার বার বিতর্কে জড়িয়েছে শাসকদল। বিরোধী শিবিরের অভিযোগ, বেআইনি বাজি কারখানার আড়ালে রমরমিয়ে অন্য ব্যবসা চলে। দত্তপুকুরের ঘটনার পর সেই অভিযোগে আরও সুর চড়াচ্ছেন বিরোধী নেতা-মন্ত্রীরা।
অভিষেক...
এদিনের সমাবেশের মূল সুর অবশ্য আগেই বেঁধে দেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। বলেন, 'আমাদের সরকার র্যাগিং-এর হেল্পলাইন চালু করেছে। আমাদের লক্ষ্য র্যাগিং মুক্ত কলেজ-বিশ্ববিদ্যালয় চত্বর। আমরা বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসাবই।' এ রাজ্য়ে আর কোনও পড়ুয়ার প্রাণ যাবে না বলে মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছেন, সে দিকেও লক্ষ্য রাখার আশ্বাস ছিল তাঁর বার্তায়। যাদবপুরে ছাত্রমৃত্যুর পর বিশ্ববিদ্যালয় চত্বরে সিসিটিভি বসানো নিয়ে উত্তাল রাজ্য়-রাজনীতি। সিসিটিভি থাকলে এই মর্মান্তিক ঘটনা এড়ানো যেত কিনা, কেন তা এত দিনেও বসানো হয়নি, এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। সেই সমস্ত কিছুর জবাব দিতে এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চকেই বেছে নেন অভিষেক।
আরও পড়ুন:চাঞ্চল্যকর সরকারি রিপোর্ট ! পড়ুয়ার অভাবে রাজ্যে ৮ হাজার স্কুল বন্ধের মুখে?