B.ed College Corruption : কলেজে ২০ কোটি টাকার দুর্নীতি! 'যা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে হয়েছে' মন্তব্য অভিযুক্ত উপাচার্যের
সিবিআই-ইডির তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন এক ব্যক্তি। বিএড কলেজ পুনর্নবীকরণের জন্য অতিরিক্ত ২ লক্ষ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে কলেজের বিরুদ্ধে।
কলকাতা: যা কিছু হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে হয়েছে। বি-এড (B.ED) কলেজে টাকা তোলার প্রসঙ্গে এমনটাই জানালেন অভিযুক্ত ডব্লুবিইউটিটি-র উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার, নিয়োগ দুর্নীতির পর এবার বিএড কলেজের পুনর্নবীকরণে দুর্নীতির অভিযোগ ওঠে। ডব্লুবিইউটিটি-র উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করা হয়। অভিযোগ দায়ের করা হয় সজল সরকার, সজল কর এবং তপন বেরা নামে তিন ব্যক্তির বিরুদ্ধেও। এদিন অভিযুক্ত উপাচার্য আরও বলেন, বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করব না। যা বলার আমার আইনজীবী আদালতে বলবেন।
উল্লেখ্য, জনস্বার্থ মামলায় মামলাকারী অভিযোগ করেন, ‘সোমা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে টাকা তুলতেন সজল, তপনরা। সোমা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, সংস্কৃত বিশ্ববিদ্যালয়েরও ভারপ্রাপ্ত উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়’। এ ছাড়াও ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে সোমা রয়েছেন বলে দাবি করেন মামলাকারীরা।
বছরে কমপক্ষে কুড়ি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। ফের উঠল প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাম। সিবিআই (CBI)-ইডির (ED) তদন্ত চেয়ে হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের করেন এক ব্যক্তি। বিএড কলেজ পুনর্নবীকরণের জন্য অতিরিক্ত ২ লক্ষ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে কলেজের বিরুদ্ধে। বিষয় ভিত্তিক অতিরিক্ত ১৫ লক্ষ টাকা করে নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। কলেজগুলিতে শিক্ষক নিয়োগের জন্যও ৩০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ডব্লুবিইউটিটি-র উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা।
নিয়োগ দুর্নীতির পর এবার, বিএড কলেজের পুনর্নবীকরণেও দুর্নীতির অভিযোগ উঠল। বছরে কমপক্ষে কুড়ি কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে দাবি। আর তাতে নাম জড়াল পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত পরিচিত সোমা বন্দ্যোপাধ্যায়ের। সিবিআই-ইডির তদন্ত চেয়ে হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা।
নিয়োগ দুর্নীতি ঘিরে যখন উত্তাল রাজ্য আর এই প্রেক্ষাপটেই এবার B.Ed কলেজের পুনর্নবীকরণেও উঠল কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ! যার অঙ্কটা না কি বছরে কমপক্ষে কুড়ি কোটি টাকা!
আর তাতে নাম জড়াল পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত পরিচিত সোমা বন্দ্যোপাধ্যায়ের নাম। যিনি রাজ্যের তিন তিনটে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য! এনিয়ে হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। কিন্তু অভিযোগটা ঠিক কী?
সূত্রের খবর, এই মুহূর্তে রাজ্যে ৬০০-টিরও বেশি B.Ed কলেজ আছে। অগাস্টে নতুন শিক্ষাবর্ষ শুরুর সময়, কলেজের পুনর্নবীকরণের জন্য একটি লিঙ্ক পাঠানো হয়। এটাই নিয়ম। কিন্তু, অভিযোগ বহু B. Ed কলেজের কাছে এ বছর সেই লিঙ্ক যায়নি।
তখন বিশ্ববিদ্যালয়ের হেল্পলাইনে ফোন করে কলেজগুলো। অভিযোগ, তখন বিশ্ববিদ্যালয়ের তরফে, সজল সরকার নামে একজনের ফোন নম্বর দেওয়া হয়। তিনি কলেজের সদস্যদের তাঁর যাদবপুরের বাড়িতে আসতে বলেন।
অভিযোগ, সেখানে বলা হয়, কলেজের পুনর্নবীকরণের জন্য, প্রাপ্য টাকা ছাড়াও, দিতে হবে নগদ ২ লক্ষ টাকা। সেই টাকা দিতেই লিঙ্ক পৌঁছে যায় কলেজ কর্তৃপক্ষগুলির কাছে।