Tribeni Kumbh Mela: মোদির প্রশংসা, ত্রিবেণীতে কুম্ভমেলায় অনুমতি না দেওয়ার অভিযোগ তৃণমূলের সরকারের বিরুদ্ধে?
Kumbh Mela, Tribeni: এবছর ১১ ফেব্রুয়ারি থেকে সেই মেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু উদ্যোক্তাদের দাবি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণ দেখিয়ে অনুমতি দেয়নি প্রশাসন।
![Tribeni Kumbh Mela: মোদির প্রশংসা, ত্রিবেণীতে কুম্ভমেলায় অনুমতি না দেওয়ার অভিযোগ তৃণমূলের সরকারের বিরুদ্ধে? Complaint against the Trinamool government for not allowing the Kumbh Mela in Tribeni Tribeni Kumbh Mela: মোদির প্রশংসা, ত্রিবেণীতে কুম্ভমেলায় অনুমতি না দেওয়ার অভিযোগ তৃণমূলের সরকারের বিরুদ্ধে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/01/f624af864a170cf21536db07399ddca11706754176896223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অর্ণব মুখোপাধ্যায়, হুগলি: এবার প্রশাসনের বিরুদ্ধে ত্রিবেণীতে (Tribeni) কুম্ভমেলায় (Kumbh Mela) অনুমতি না দেওয়ার অভিযোগ তুললেন উদ্যোক্তারা। তাঁদের দাবি, মাধ্যমিক (Madhyamik) ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণ দেখিয়ে অনুমতি দেয়নি প্রশাসন। এনিয়ে হুগলি সদরের মহকুমাশাসক জানিয়েছেন, পরীক্ষার জন্য মাইক ব্যবহার নিষিদ্ধ, এত লোক এলে ট্রাফিক ম্যানেজমেন্টে সমস্যা হবে। তাতে পরীক্ষার্থীদের সমস্যা তৈরি হবে।
ত্রিবেণীতে কুম্ভমেলায় অনুমতি না দেওয়ার অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে। কথিত আছে ৭০০ বছর আগে হুগলির ত্রিবেণীতে কুম্ভমেলা হত। প্রধানমন্ত্রী মন কী বাতেও এই মেলার প্রশংসা করেছিলেন। ২০২২ সাল থেকে মাঘ সংক্রান্তি উপলক্ষে ফের এই মেলা শুরু হয়। ২ বছর ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ত সেখানে ভিড় জমান।
এবছর ১১ ফেব্রুয়ারি থেকে সেই মেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু উদ্যোক্তাদের দাবি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণ দেখিয়ে অনুমতি দেয়নি প্রশাসন। আর এনিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী প্রশংসা করেছিল, তাই তৃণমূল বাধা দিচ্ছে। অবশ্য পাল্টা জবাব দিয়েছে শাসকদলও। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, 'রাজনীতির কিছু নেই। কেউ স্ট্যাম্পেড হয়। তাঁর দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী?'
এদিকে, হুগলি সদরের মহকুমাশাসক জানিয়েছেন, পরীক্ষার জন্য মাইক ব্যবহার নিষিদ্ধ, এত লোক এলে ট্রাফিক ম্যানেজমেন্টে সমস্যা হবে। তাতে পরীক্ষার্থীদের সমস্যা তৈরি হবে।
আরও পড়ুন, জানুয়ারির শেষে স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি তাপমাত্রা, আর ফিরবে শীত? জানাল আবহাওয়া অফিস
মাধ্যমিকে মমতার ঘোষণা
অন্যদিকে, ২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার আগে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বনাঞ্চলের পরীক্ষার্থীদের বাসে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে বন দফতর। অন্যদিকে, ঠান্ডার মধ্যেই এবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তাই পাহাড়ের পরীক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষার হলে রুম হিটার রাখা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)