West Bengal Weather Update : জানুয়ারির শেষে স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি তাপমাত্রা, আর ফিরবে শীত? জানাল আবহাওয়া অফিস
Weather Update: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। ভিজেছে উত্তরবঙ্গও। বৃহস্পতিবারও বৃষ্টি চলবে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : পশ্চিমী ঝঞ্ঝার জের। বুধবারই এক ধাক্কায় চার ডিগ্রি বেড়েছিল তাপমাত্রা। বৃহস্পতিবার ফের চড়়ল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। জানুয়ারির শেষে তাপমাত্রার এমন ঊর্ধ্বগতি বিরল।
বুধবার কলকাতায় তাপমাত্রা নেমেছিল ২০.৬এ , যা ছিল স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। বুধবার থেকেই আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। ভিজেছে উত্তরবঙ্গও। বৃহস্পতিবারও বৃষ্টি চলবে।
শুক্রবার পর্যন্ত গোটা রাজ্যেই বৃষ্টি চলবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া-অফিস। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার ইঙ্গিত রয়েছে । তবে নতুন করে আর জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা আর নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
সাত জেলাতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে -
- নদীয়া
- বীরভূম
- মুর্শিদাবাদ
- পূর্ব ও পশ্চিম
- বর্ধমান
- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ বাকি জেলার দু এক জায়গায়। শুক্রবার দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া ও পূর্ব মেদিনীপুরে। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশে বৃষ্টির সম্ভাবনা কম।
আজ কলকাতার আবহাওয়া - কলকাতায় বৃহস্পতিবার কুড়ির ওপরই পারদ রইল। দিনভর শীতের আমেজ উধাও। আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। এক নজরে কলকাতার আবহাওয়া ।
- আজ ও কাল হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।়
- বিকেলে বা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি।
- কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।
- গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক। বৃষ্টির পরে তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা নেই।
একনজরে দেখে নেওয়া যাক কলকাতার আবহাওয়া ।
সূত্র : https://city.imd.gov.in/
01-Feb 19.0 26.0 Partly cloudy sky with one or two spells of rain or thundershowers 02-Feb 18.0 27.0 Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm 03-Feb 16.0 27.0 Mainly Clear sky 04-Feb 17.0 26.0 Mainly Clear sky 05-Feb 20.0 27.0 Partly cloudy sky 06-Feb 19.0 27.0 Partly cloudy sky 07-Feb 19.0 27.0 Partly cloudy sky
আরও পড়ুন :