Chinsurah Load Shedding: মেলেনি বেতন, তাই কাজে 'না'; কর্মীদের প্রতিবাদে অন্ধকারে ডুবল চুঁচুড়া
West Bengal News: কাল ১ মাসের বেতন দেওয়া হবে আশ্বাস পুরসভার তরফে
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: পুরসভার অস্থায়ী কর্মীদের একাংশ বেতন না পাওয়ায় অন্ধকারে ডুবল চুঁচুড়া। রাস্তায় আলো জ্বালানোর দায়িত্বে থাকা অস্থায়ী কর্মীরা আলো না জ্বালানোয় অন্ধকারে চুঁচুড়া শহর।
অন্ধকারে ডুবল চুঁচুড়া: বেতনের দাবিতে চুঁচুড়া পুরসভার চেয়ারম্যানকে ঘেরাও করা হয়। দুপুর থেকে সন্ধে পর্যন্ত চেয়ারম্যানকে ঘেরাও করে রাখেন কর্মীরা। কাল ১ মাসের বেতন দেওয়া হবে আশ্বাস পুরসভার তরফে। পুরসভার তরফে আশ্বাস দেওয়া হয়, আগামীকাল এক মাসের বেতন হবে। চুঁচুড়া পুরসভার তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের হুঁশিয়ারি, বেতন না পাওয়া পর্যন্ত রাতে আলো জ্বালানোর কাজ বন্ধ থাকবে। পুরসভার দাবি, আয় বাড়াতে না পারলে বেতন সমস্যা মিটবে না। চুঁচুড়ার তৃণমূল বিধায়কের মন্তব্য, জরুরি পরিষেবা চালু রাখা প্রয়োজন, পুরসভার এই অবস্থার কথা তৃণমূল নেতৃত্বে জানেন, নিশ্চয়ই ব্যবস্থা নেবেন।
অভিযোগ, বিগত কয়েক মাস ধরে পুর কর্মচারীদের বেতন অনিয়মিত। পুরসভার সি আই সি জয়দেব অধিকারী জানান, "কর্মীরা বেতন পাচ্ছেন না। তাই তাঁরা কাজ বন্ধ করে দিচ্ছেন। জরুরি পরিষেবা বন্ধ থাকায় সাধারণ মানুষ সমস্যায় পড়ছে। পুরসভার আয় বাড়াতে না পারলে বেতন সমস্যা মিটবে না। তাই কী করে পুরসভার আয় বাড়ানো যায় সেটা নিয়ে পর্যালোচনা করা দরকার। আশা করি চেয়ারম্যান কর্মীদের বেতনের ব্যবস্থা করবেন। পুর কর্মচারীরা কাজে ফিরবেন।''
চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, "পুর কর্মচারীরা বেতন পাচ্ছেন না সেটা আমাকে জানাননি। কেন বেতন দেওয়া যাচ্ছে না সেটা চেয়ারম্যানও জানাননি। তাই এ বিষয়ে আমার কিছু বলার নেই। তবে জরুরি পরিষেবা চালু রাখা প্রয়োজন। পুরসভার এই অবস্থার কথা উচ্চ নেতৃত্ব জানেন। তাঁরা নিশ্চয়ই কোন ব্যবস্থা নেবেন।''
এদিকে মালদার হরিশ্চন্দ্রপুরে দুর্ঘটনার কবলে যুব তৃণমূল নেতার গাড়ি। পিছন থেকে আসা গাড়ি তাঁর গাড়িতে ধাক্কা মারায় জখম হন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক যুব তৃণমূলের সভাপতি পূজন দাস। তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুব তৃণমূল নেতার পরিবারের দাবি, দুর্ঘটনার নেপথ্যে তৃণমূলেরই একাংশ, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে খুনের চেষ্টা করা হয়। অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই জেরেই এই ঘটনা। যারাই যুক্ত থাকুক, পুলিশ ব্যবস্থা নেবে, অস্বস্তি ঢাকতে সাফাই শাসকদলের। অভিযুক্ত গাড়ি চালককে আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Expired Medicine Controversy: মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, মেদিনীপুরে শোকজ ৩ চিকিৎসক সহ ৫