East Burdwan: চায়ের গুমটি সরানো নিয়ে বিতর্ক, প্রকাশ্যে প্রাক্তন ও বর্তমান বিধায়কের বিরোধ
একটা ভাইরাল ভিডিও। তাকে কেন্দ্র করে বিতর্কে জড়ালেন কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক ও বর্তমান জেলা বিজেপি সহ সভাপতি বিশ্বজিৎ কুণ্ডু।
রানা দাস, কালনা: রাস্তা লাগোয়া পুকুরপাড়ে চায়ের গুমটি সরানো নিয়ে কালনায় (Kalna) প্রাক্তন ও বর্তমান বিধায়কের বিরোধ প্রকাশ্যে। বিজেপির জেলা সহ সভাপতি বিশ্বজিৎ কুণডুর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। পাল্টা বিজেপি নেতার (BJP Leader)অভিযোগ, তাঁর জমি জবরদখলে মদত দিচ্ছে শাসক শিবির।
প্রাক্তন ও বর্তমান বিধায়কের বিরোধ: একটা ভাইরাল ভিডিও। তাকে কেন্দ্র করে বিতর্কে জড়ালেন কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক ও বর্তমান জেলা বিজেপি সহ সভাপতি বিশ্বজিৎ কুণ্ডু। আর এই ঘটনাকে ঘিরে ফের প্রকাশ্যে চলে এসেছে, কালনার দুই চির প্রতিদ্বন্দ্বী নেতার পারস্পরিক বিরোধ। একটা চায়ের গুমটি সরানোকে কেন্দ্র করে যুযুধান কালনার প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু ও বর্তমান বিধায়ক দেবপ্রসাদ বাগ।
ভাইরাল ভিডিও-য় দেখা যাচ্ছে চায়ের গুমটি সরানোর জন্য দোকানমালিকের ওপর চাপ দিচ্ছেন কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি বিশ্বজিৎ কু্ণ্ডু। এমনকি দোকান থেকে কাগজের বাক্সও ফেলে দিতে দেখা যায় তাঁকে। ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন বিশ্বজিৎ কুণ্ডু। আর এই ভাইরাল ভিডিও ফেসবুকে পোস্ট করে বিজেপি নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলে সরব হয়েছেন কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। কালনার ১০৮ শিবমন্দির এলাকায়, বড় রাস্তার ধারে, পুকুর পাড়ে অবস্থিত এই চায়ের গুমটিকে কেন্দ্র করেই যত গন্ডগোল। চা-বিক্রেতা শুভজিৎ মোদক কালনা শহরেরই বাসিন্দা।
প্রাক্তন বিধায়ক ও বিজেপি নেতার দাবি, এই পুকুরের অংশীদার তিনি। অভিযোগ, তাঁরই অংশে জমি দখল করে দোকান বসিয়েছেন শুভজিৎ। আর তাতে মদত দিচ্ছে তৃণমূল বিধায়ক-সহ শাসকদলের একাংশ। বিশ্বজিৎ কুণ্ডু বলেন, “বলা সত্ত্বেও ওঠেনি। তারই প্রতিবাদ করতে গিয়েছিলাম। শুভজিতের পাশে তৃণমূল বিধায়ক ও শাসকদলের ছেলেরা যাতে না ওঠে।'' ওই চা বিক্রেতা শুভজিৎ মোদকের কথায়, “পুকুরের কোনও জায়গা দখল করিনি। পুরসভার নিকাশি নালার পাশে দোকান করেছি। সেটা বিশ্বজিৎ কুণ্ডু তোলার চেষ্টা করছে।’’
বিজেপি নেতার জমি দখল বিতর্কে চা-বিক্রেতার পাশে দাঁড়িয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। দেবপ্রসাদ বাগ বলেন, “এই পুকুরের অনেক অংশীদার। তারই একজন হলেন বিশ্বজিৎ কুণ্ডু। তিনি পুকুর ভরাট করে কিছু করতেন। এই ছেলেটির পাশে আমি আছি। বিশ্বজিৎ রাজশক্তি ব্যবহার করে ইডি, সিবিআই লাগালেও আমি পাশে আছি।’’
আরও পড়ুন: DA Agitation: বকেয়া ডিএ-র দাবিতে অব্যাহত আন্দোলন, ফের কর্মবিরতির ডাক