(Source: ECI/ABP News/ABP Majha)
Kishore Kumar Birthday: কিশোর কুমারের মূর্তিতে মালা দিতে 'বাধা'! জন্মদিন পালনের অনুষ্ঠান ঘিরে বিতর্ক
Controversy Over Kishore Kumar Birthday Celebration: গেরুয়া শিবিরের দাবি, তাঁরা টালিগঞ্জে কিশোর কুমারের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ প্রশাসন সেই অনুমতি দেয়নি।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: কিশোর কুমারের জন্মদিন পালনের (Kishore Kumar Birthday) অনুষ্ঠান ঘিরেও শুরু হল বিতর্ক। আজ টালিগঞ্জে (Tollygunge) কিশোর কুমারের আবক্ষ মূর্তির কাছে তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে জন্মদিন পালনের অনুষ্ঠান আয়োজন করা হয়। যে অনুষ্ঠানের প্রধান অতিথি অরূপ বিশ্বাস (Arup Biswas)। টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছে জন্মদিন পালনের আয়োজন করে বিজেপি (BJP)। গেরুয়া শিবিরের দাবি, তাঁরা টালিগঞ্জে কিশোর কুমারের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ প্রশাসন সেই অনুমতি দেয়নি। তৃণমূল বিধায়ক (TMC MLA) ও মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, অভিযোগ ঠিক নয়।
কিশোর কুমারের জন্মদিন পালন ঘিরেও রাজনীতি তরজা: প্রখ্যাত সঙ্গীতশিল্পীর জন্মদিন পালন। যাঁকে ঘিরে, বাঙালি তো বটেই, গোটা দেশের আবেগ জড়িয়ে রয়েছে। আর তাঁর জন্মদিন পালন ঘিরে শুরু হল বিতর্ক। জন্মদিন পালন নিয়ে তুঙ্গে উঠল রাজনৈতিক তরজা। এদিন টালিগঞ্জে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে কিশোরকুমারের জন্মদিন পালনের অনুষ্ঠান আয়োজন করা হয়। বিজেপির অভিযোগ কিশোর কুমারের মূর্তির কাছে জন্মদিন পালনে বিজেপিকে বাধা দেওয়া হয়। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের অভিযোগ, "প্রশাসনের তরফে অনুমতি দেওয়া হয়নি। কিশোর কুমারকে দখল করেছে তৃণমূল।'' এদিন টালিগঞ্জ মেট্রোর কাছে কিশোর কুমারের জন্মদিন পালন করে বিজেপি।
কী অভিযোগ রুদ্রনীল ঘোষের? এবিষয়ে অভিনেতা তথা বিজেপি নেতা বলেন, "কিশোর কুমার কারোর একার নয়। কোনও দলের পৈতৃক সম্পত্তি নয় যে মূর্তি আগলে রেখে, মাল্যদান করতে না দিয়ে পুলিশকে দিয়ে অনুমতি ঝুলিয়ে দেব। এই বদমাইশিগুলো নিকেশ করার সময় এসেছে। আমি কোনও রাজনৈতিক দলের পতাকাধারী হয়ে বলছি না। শিল্পী কারোর একার নয়, শিল্পী সবার। তাঁকে সম্মান জানানোর অধিকার সবার রয়েছে। কিশোর কুমার ভারতবর্ষের, তথা বাংলার খুব কাছের। রিজেন্ট পার্ক থানার কাছে লিখিত অনুমতি চেয়েছিলাম। কিন্তু থানা এড়িয়ে যাচ্ছে। প্রমাণ না রাখার জন্য ফোনে ফোনে কথা সারছেন।''