Cooch Behar Accident : ভিড়ে ঠাসা বাজারে ঢুকে পড়ল বেপরোয়া ডাম্পার, কোচবিহারের মারুগঞ্জে মৃত ৪, আহত বেশ কয়েকজন
West Bengal News : আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও বেশ কয়েকজন।ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ, চলছে উদ্ধারকাজ।
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : ভর সন্ধেয় বাজার ভরিয়েছিলেন স্থানীয়। শনিবারের বারবেলায় কেনাকাটার সময় এরকম মর্মান্তিক পরিণতি হবে, সেটা ভাবতেও পারেননি মারুগঞ্জের বাসিন্দারা। ভর সন্ধ্যেয় ভিড়ে ঠাসা বাজারে বেপরোয়া ডাম্পার ঢুকে পড়ে প্রাণ কেড়ে নিল একাধিকের, আহতও হয়েছেন অনেকজন। ঘটনাটি ঘটে কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জের (TufanGung) জাতীয় সড়কের পাশে থাকা মারুগঞ্জ বাজারে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও বেশ কয়েকজন।ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ, চলছে উদ্ধারকাজ। মত্ত অবস্থায় ডাম্পারের চালককে গ্রেফতার করেছে পুলিশ।
কীভাবে এই দুর্ঘটনা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল পাঁচটা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি (Accident) ঘটে। তুফানগঞ্জের দিক থেকে কোচবিহারের দিকে যাওয়া একটি বেপরোয়া ডাম্পার হঠাৎই মারুগঞ্জে ভিড়ে ঠাসা বাজারে ঢুকে পড়ে। ঘটনাস্থলে বেশ কয়েকটি দোকান দুমড়ে মুচড়ে দিয়ে এগিয়ে যায় ডাম্পারটি। যে ঘটনার জেরে ৪ জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। কোচবিহার এমজিএম হাসপাতাল ও তুফানগঞ্জ হাসপাতালে দেহগুলো পৌঁছয়। মৃতদের মধ্যে রয়েছে একটি শিশুও। ঘটনার জেরে ১০ জন মতো আহত হয়েছেন বলেই খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা স্থানীয়দের।
ঘটনার পরই ডাম্পারের চালক সেখান থেকে পালিয়ে যায়। যদিও পরে মত্ত বেপরোয়া ডাম্পারের চালককে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয় তুফানগঞ্জের পুলিশের পক্ষ থেকে।
কিছুদিন আগেই ওড়িশার (Odisha) গঞ্জাম জেলায় পর্যটকদের বাস উল্টে মৃত্যু হয় হাওড়ার (Howrah) উদয়নারায়ণপুরের ৬ বাসিন্দার। আহত হন ২৫ জন হাসপাতালে ভর্তি। স্থানীয় সূত্রে খবর, রবিবার উদয়নারায়ণপুরের সুলতানপুর গ্রাম থেকে বাসে করে ৭০ জনের একটি দল ওড়িশা রওনা দেয়। পর্যটক দলটির বিশাখাপত্তনমে যাওয়ার কথা ছিল। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ১২টা নাগাদ ওড়িশার দারিংবাড়ি থেকে অন্ধ্র যাওয়ার পথে, গঞ্জাম জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পর্যটকদের বাস। উদয়নারায়ণপুর থানায় খবর পৌঁছনোর পর গভীর রাতে ওড়িশার উদ্দেশে রওনা দেন মৃত ও আহত পর্যটকদের আত্মীয়-পরিজনেরা।
আরও পড়ুন-উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে দুর্ঘটনা, মৃত্যু ৫ বাঙালি পর্যটকের