![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Cooch Behar News: দিনহাটায় তৃণমূল কর্মীদের বেধড়ক মারের জের, গ্রেফতার ৭ BJP কর্মী
Dinhata TMC Worker Attacked: দিনহাটার ভেটাগুরিতে দুই তৃণমূল কংগ্রেস কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল গতকাল বিজেপির বিরুদ্ধে। গতকালের ওই ঘটনায় গ্রেফতার ৭ বিজেপি কর্মী।
![Cooch Behar News: দিনহাটায় তৃণমূল কর্মীদের বেধড়ক মারের জের, গ্রেফতার ৭ BJP কর্মী Cooch Behar Dinhata Clash 7 BJP workers have been arrested by Police due to beating of TMC workers Cooch Behar News: দিনহাটায় তৃণমূল কর্মীদের বেধড়ক মারের জের, গ্রেফতার ৭ BJP কর্মী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/05/1795f8c9ca2a56a11233b8b371cdd2d11680690219836484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: দিনহাটার ভেটাগুরিতে দুই তৃণমূল কংগ্রেস কর্মীকে (TMC Leader) মারধরের ঘটনায়, সাতজন বিজেপি কর্মীকে (BJP Worker) গ্রেফতার করেছে পুলিশ (Police)। আজ তাদের দিনহাটা মহকুমা আদালতে (Court) তোলা হয়েছে।
গতকাল ভেটাগুড়ি বাজারে দুই তৃণমূল কংগ্রেস কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে।। ঘটনার পর রাস্তা অবরোধ করে তৃণমূল পাশাপাশি দিনহাটা থানাতে চলে বিক্ষোভ।। এরপরেই সাতজন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বনাম উত্তরবঙ্গ মন্ত্রীর মহাভারতে কুরুক্ষেত্রের আকার নিয়েছিল কোচবিহারের দিনহাটা। আর এবার সেই কোচবিহারের দিনহাটাতেই গতকাল ফেরে তৃণমূল-বিজেপির সংঘর্ষ (TMC- BJP Clash)।
প্রসঙ্গত, সম্প্রতি কোচবিহারে দিনহাটায় আক্রান্ত হয়েছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়। বোমা-পাথরবৃষ্টি, গাড়ি ভেঙে চুরমারের ঘটনা ঘটেছিল। এমনকি এলাকায় গুলি চলার অভিযোগও উঠেছিল সেবার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুড়েছিল পুলিশ। সেদিন নিশীথের কনভয়কে কালো পতাকা দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস। কালো পতাকা দেখানো ঘিরে তৃণমূল (TMC) বিজেপি (BJP) সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়েছিল। পাল্টা তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর চালানো হয়েছিল, বলে অভিযোগ উঠেছিল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। আর এবারও শিরোনামে সেই কোচবিহার।
সেবার হুঁশিয়ারির সুর শোনা গিয়েছিল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর গলায়। দিনহাটায় উদয়ন গুহ বলেছিলেন, 'একজনও বিজেপি কর্মী যেন এলাকা ছাড়়তে না পারে। নিশীথের গুন্ডামির খেসারত দিতে হবে বিজেপিকে, হুমকি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর'। নিশীথ এও বলেন, 'বিজেপির কোনও কর্মীকে বুড়িরহাটের রাস্তায় যেন না দেখা যায়। নিশীথের চক্রান্ত, ৩৬টা গাড়ি নিয়ে এখানে এসেছে।গাড়িতে অ্যান্টিসোশাল ছিল।দিনহাটায় ঢুকেছে গোলমাল করার জন্য, চোখের সামনে দেখলেন কীভাবে বুড়িরহাটে আক্রমণ করেছে, গুলি ছুড়েছে, সাধারণ ব্যবসায়ীর ট্যাঙ্কের, এই হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাজ।'
আরও পড়ুন, রিষড়াকাণ্ডে স্মারকলিপি দিতে চন্দননগর কমিশনারেটে লকেট, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
সেদিনটা ছিল শনিবার। দিনহাটার বুড়িরহাটে, আক্রান্ত এক দলীয় কর্মীর বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। আগে থেকেই এলাকায় কালো পতাকা নিয়ে মিছিল করছিল তৃণমূল। প্রায় ৪০টি গাড়ির কনভয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এলাকায় ঢুকতেই, মিছিল আটকে দিয়েছিল পুলিশ।দলীয় কর্মীর সঙ্গে দেখা করে দিনহাটার দিকে রওনা দিয়েছিলেন নিশীথ প্রামাণিক। কিন্তু, বাসন্তীরহাট পেরনোর পরে, গাড়ি ঘুরিয়ে ফের বুড়িরহাটে ফিরে আসেন তিনি। ঠিক কনভয়ের মুখোমুখি চলে আসে তৃণমূলের মিছিল। স্লোগান, পাল্টা স্লোগানের মধ্যেই ইটবৃষ্টি শুরু হয়। ভেঙে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়ির কাচ।রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগে বারবার শিরোনামে উঠে এসেছে দিনহাটা। এবার দুই মন্ত্রীর দ্বন্দ্বের রেশে পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত কোচবিহারের এই জনপদ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)