Cooch Behar News: ভারত-পাক সংঘাতের আবহেই ফের সীমান্তে উস্কানি, BSF-র বিরুদ্ধে বিক্ষোভ বাংলাদেশিদের
Bangladeshi Agitation Against BSF: ভারত-পাক সংঘাতের আবহেই ফের সীমান্তে বাংলাদেশের উস্কানি

কলকাতা: ভারত-পাক সংঘাতের আবহেই ফের সীমান্তে উস্কানি ! একদিকে ভারত-পাকিস্তান ইস্যু। প্রায় নিত্য দিন 'পাক গুপ্তচর' সন্দেহে ধরা পড়ছে একের পর এক। সামনে আসছে নানাবিধ জাল নথি। ভুয়ো আধার কার্ড। ভুয়ো পাসপোর্ট। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে ধরা পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী।
আরও পড়ুন, স্বাস্থ্য ভবনে ফের বোমাতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ ও ডগ স্কোয়াড
শুধু এখানেই শেষ নয়, কেউ কেউ এমনও রয়েছে,যাদের বিরুদ্ধে ভারতে বাংলাদেশি ও রোহিঙ্গা পাচারের মত গুরুতর অভিযোগও রয়েছে। সব মিলিয়ে একদিকে ভারত-পাক সীমান্ত এবং অন্যদিকে ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে সবসময়েই চলছে কড়া তল্লাশি। তারইমাঝে ফের অঘটন। ভারত-পাক সংঘাতের আবহেই এবার ফের সীমান্তে বাংলাদেশের উস্কানি। ওপার থেকে বিএসএফের বিরুদ্ধে বিক্ষোভ বাংলাদেশিদের। এনিয়ে কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তে ছড়িয়েছে উত্তেজনা। মূলত গতকাল বাংলাদেশ থেকে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ভারতে ঢুকে পড়েন। এরপর বিএসএফ বাংলাদেশে ফেরত পাঠাতেই বিক্ষোভ ওপারের নাগরিকদের।
সদ্য নদিয়া থেকে গ্রেফতার করা হয় ১৫ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। অনুপ্রবেশকারীদের মধ্যে ছিল ৫ জন শিশুও। সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার পর, গুজরাতে গিয়ে কাজ করছিল বাংলাদেশি এই অনুপ্রবেশকারীরা। গুজরাত থেকে ধানতলায় ফিরে আসার পরই তাঁদেরকে গ্রেফতার করে ধানতলা থানার পুলিশ। প্রথমে সীমান্ত পার করে ভারতে অনুপ্রবেশ, এরপর জাল নথি, পরিচয়পত্র বানিয়ে দিনের পর দিন বহাল তবিয়তে বসবাস!দিকে দিকে ধরা পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। কখনও নদিয়া থেকে কখনও মুর্শিদাবাদ থেকে আবার কখনও দিল্লি। গত সোমবার নদিয়া থেকে ১৫ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে রয়েছে ৫ শিশুও।
পুলিশ সূত্রে খবর, ১ বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে তারা। এরপর চলে যায় গুজরাতে। সোমবার সকালে নদিয়ার ধানতলাতে ফিরে আসে। তখনই তাদেরকে গ্রেফতার করে পুলিশ।এদিকে মুর্শিদাবাদে সীমান্ত পার করে বাংলাদেশে ফেরত যাওয়ার ঠিক আগে পুলিশের জালে ধরা পড়ল ৮ বাংলাদেশি অনুপ্রবেশকারী। যাদের মধ্য়ে ৩ জন মহিলা। গ্রেফতার করা হয় এ রাজ্যের এক মিডলম্যানও।যার বাড়ি রানিনগরের কাতলামারি এলাকায়।
পুলিশ সূত্রে খবর, গুজরাত-সহ একাধিক রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন ধৃত ৮ বাংলাদেশি নাগরিক।৩ দিন আগে, মুর্শিদাবাদের বহরমপুরে এসে গা ঢাকা দিয়েছিলেন তাঁরা।গত শনিবার রাতে, বহরমপুরের গোলাপবাগ মোড় থেকে ট্রেকারে চড়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন। আগে থেকেই ঘটনাস্থলে ছিল পুলিশ। তখনই হাতেনাতে পাকড়াও করা হয় তাদের। রবিবারই দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে ৯ জন বাংলাদেশিকে। বেআইনিভাবে ভারতে থাকার জন্য তাঁদের গ্রেফতার করে দিল্লি পুলিশের ফরেনার্স সেল। চাঞ্চল্যকর তথ্য হল, ধৃত বাংলাদেশিরা কোচবিহার সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিল। তাঁদের কাছ থেকে একটি স্মার্টফোন বাজেয়াপ্ত করা হয়েছে। যাতে নিষিদ্ধ ভিডিও কলিং ও মেসেঞ্জিং অ্যাপ ইনস্টল করা ছিল। ধৃতদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে দিল্লি পুলিশ।























