Cooch Behar News:'বাংলোর সামনে শব্দ বাজি ফাটানোয়' পুলিশ সুপারের বিরুদ্ধে 'লাঠিপেটা'র অভিযোগ, বেশ কয়েকজন আহত কোচবিহারে
Cooch Behar Police Super Lathi Charged Child Lady Around Fire Cracker: বাংলোর সামনে শব্দ বাজি ফাটানোর অভিযোগে মারমুখী পুলিশ সুপার! স্থানীয় শিশু ও মহিলাদের মারধরের অভিযোগ!

কোচবিহার: বাংলোর সামনে শব্দ বাজি ফাটানোর অভিযোগে 'মারমুখী' পুলিশ সুপার! বাজি ফাটানোর অভিযোগে স্থানীয় শিশু ও মহিলাদের মারধরের অভিযোগ! মারধরের সিসি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
আরও পড়ুন, পার্থর বিধানসভা এলাকাতেই এবার শোভনের নামে পড়ল পোস্টার ! দলে যোগ দেওয়ার আগে সক্রিয় অনুগামীরা?
অভিযোগ, এই ঘটনায় আহত মহিলা সহ বেশ কয়েকজন শিশু। কোচবিহারের পুলিশ সুপারের বিরুদ্ধে মারধরের অভিযোগ স্থানীয়দের। রেলঘুমটি এলাকায় পুলিশ সুপারের বাংলার সামনে বাজি ফাটানোর অভিযোগ। যদিও মারধরের অভিযোগ অস্বীকার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের। তিনি বলেছেন, 'অনেক রাত পর্যন্ত বাজি ফাটাচ্ছিলেন এলাকার লোকজন। ঘর থেকে বেরিয়ে এসে প্রথমে বারণ করি, কেউ কথা শোনে না।'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)





















