Messi News: 'খেলার মাঠে গেরুয়া পতাকা নিয়ে ঢোকার কী কারণ ছিল?' প্রশ্ন বৈশ্বানরের | ABP Ananda Live
ABP Ananda LIVE : 'রাজধর্ম পালন করার কথা অনেক সময় অনেক কথা বলেন,এই ঘটনাকে কেন্দ্র করে ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করেছেন, একজন অফিসারকে শোকজ করা হয়েছে। একজন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে, সিপিকে শোকজ করা হয়েছে। শুধুমাত্র কালিমালিপ্ত করার জন্য বাঙালি বিরোধী একটা দল বিজেপি বাংলাকে ছোট করার জন্য নানান ধরনের কারণ খুঁজে বেরাচ্ছে', বললেন বৈশ্বানর চট্টোপাধ্যায়।
ভবানীপুরে বাদ ৪৪ হাজারের বেশি নাম, আজ থেকেই এই কাজ শুরু করার নির্দেশ মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার প্রকাশিত হয়েছে, বহু প্রতীক্ষিত SIR-এর খসড়া ভোটার তালিকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে বাদ গেছে ৪৪ হাজারের বেশি নাম। এই পরিস্থিতিতে বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনই নিজের বিধানসভা কেন্দ্র, ভবানীপুরের দলীয় BLA-দের সঙ্গে বৈঠক করে এমনই নির্দেশ দিলেন তিনি। নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী, মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বাদ গেছে ৪৪ হাজার ৭৮৭ জনের নাম। এত সংখ্যক ভোটারের নাম বাদ যেতেই বড় নির্দেশ এল তৃণমূল দল নেত্রীর তরফে।
BLA-দের সঙ্গে বৈঠক করে মমতা বললেন , যাদের নাম বাদ গেছে, তাঁদের প্রত্যেকের বাড়িতে গিয়ে খোঁজ করতে হবে। জীবিত আছেন, অথচ মৃত বলে দেখানো হয়েছে কিনা দেখতে হবে। শুনানির সময় সবার পাশে দাঁড়াতে হবে। নথি নিয়ে সমস্যা হলে 'May i help you' ক্যাম্পে নিয়ে যান।


















