ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১২.২৫) পর্ব ১: ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফা। DGP রাজীব কুমার, বিধাননগরের CP মুকেশ ও ক্রীড়াসচিবকে শোকজ
Ghantakhanek Sange Suman : যুবভারতীকাণ্ডে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফা। DGP রাজীব কুমার, বিধাননগরের CP মুকেশ ও ক্রীড়াসচিবকে শোকজ। সাসপেন্ড করা হল DC অনীশ সরকারকে। তৃণমূল বলছে, 'রাজধর্ম পালন,' বিরোধীরা বলছে, 'ড্যামেজ কন্ট্রোল'।অবশেষে প্রকাশিত খসড়া ভোটার তালিকা, বাদ গেল ৫৮ লক্ষ নাম। হিয়ারিংয়ে ডাক পাবেন ৩০লক্ষ নন-ম্যাপড ভোটার। তালিকায় নাম নেই? হিয়ারিং নিয়ে জিজ্ঞাসা? আপনাদের প্রশ্ন, নির্বাচন কমিশনের উত্তর। খসড়া তালিকায় 'মৃত' কাউন্সিলর, তালিকা দেখেই ছুটলেন শ্মশানে! ভবানীপুরে BLA-দের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সবথেকে বেশি নাম বাদ কোন কোন কেন্দ্রে?
যুবভারতীকাণ্ডের জের। রাজ্য়ের ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হল অরূপ বিশ্বাসকে। অন্য়দিকে, তদন্ত কমিটি রিপোর্ট পাওয়ার পর, রাজ্য় পুলিশের DGP রাজীব কুমার, বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং ক্রীড়াসচিব রাজেশ কুমার সিনহাকে শোকজ করল রাজ্য় সরকার। সাসপেন্ড করা হয়েছে বিধাননগরের DCP অনীশ সরকারকে, তাঁর বিরুদ্ধে চলবে বিভাগীয় তদন্তও। গোটা বিষয়টা তদন্তের জন্য চারজন IPS অফিসারকে নিয়ে বিশেষ তদন্তকারী দল বা SIT-ও গঠন করা হয়েছে।
All Shows


























