Cooch Behar Murder : দেওয়াল জুড়ে ছবি আর বিছানায় পড়ে মৃতদেহ, কোচবিহারে স্ত্রীকে খুন করে পলাতক স্বামী
Cooch Behar Crime News : পলাতক স্বামী উত্তম মণ্ডল। কিন্তু কেন খুন ? দানা বেঁধেছে রহস্য। তদন্ত শুরু করেছে পুলিশ।
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কোচবিহারের (CoochBehar) পুণ্ডিবাড়িতে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পলাতক অভিযুক্ত। পুন্ডিবাড়ি থানার অন্তর্গত বাশদাহ নথিবাড়ি এলাকায় যে ঘটনার জেরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।
দেওয়াল জুড়ে শুধুই তাঁর ছবি। কিন্তু যাঁর ছবি দিয়ে সাজানো ঘর, শুক্রবার সকালে সেই তরুণীরই দেহ উদ্ধার হয়েছে বিছানার ওপর। মৃতের নাম রিম্পা সরকার (২১)।
স্ত্রীকে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য কোচবিহারের পুন্ডিবাড়িতে (Pundibari)। প্রতিবেশীরা জানিয়েছেন, শুক্রবার সকালে ঘরটি বাইরে থেকে তালাবন্ধ অবস্থায় ছিল এবং ঘরের ভেতরে বিছানায় বধূর দেহ পড়ে ছিল।
পলাতক স্বামী উত্তম মণ্ডল। কিন্তু কেন খুন ? দানা বেঁধেছে রহস্য। তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। পাশাপাশি খোঁজ শুরু হয়েছে পলাতক স্বামীরও।
অন্যদিকে, পশ্চিম বর্ধমানের কুলটির পর উত্তর ২৪ পরগনার গোপালনগরে খুন হয়েছেন এক সুদের কারবারি। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ফাঁকা মাঠে উদ্ধার হয়েছে রক্তাক্ত দেহ। মৃতের নাম, তপন বিশ্বাস (৪০)। পুলিশ সূত্রে খবর, মৃতের গলায় এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক অনুমান, ব্যবসায়িক শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার সাতসকালে কুলটির চিনাকুড়িতে বাড়ির সামনে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় শম্ভু পণ্ডিত (৫৩) নামে এক সুদের কারবারিকে। এবার সুদের কারবারি খুন উত্তর ২৪ পরগনায়। শুধুই কি ব্যবসায়ী শত্রুতার জেরে খুন ? না কি অন্য কোন কারণ রয়েছে তা খতিয়ে দেখছে গোপালনগর থানার পুলিশ।
আরও পড়ুন- ৫০ হাজার পার ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, চলতি বছরে শহরের তুলনায় গ্রামে বেশি সংক্রমণ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন