Cooch Behar News: প্রবল বর্ষণে নদী বাঁধে ভাঙন, জলের নিচে প্রায় ৩০০ বিঘা জমি, আতঙ্কে কাঁটা প্রায় ৮০০ পরিবার
Cooch Behar Mathabhanga Erosion : মাথাভাঙ্গায় নদী বাঁধে ভাঙন, ভিটেমাটি এবং কৃষিজমি রক্ষা করতে অনুরোধ..
![Cooch Behar News: প্রবল বর্ষণে নদী বাঁধে ভাঙন, জলের নিচে প্রায় ৩০০ বিঘা জমি, আতঙ্কে কাঁটা প্রায় ৮০০ পরিবার Cooch Behar River bank Erosion Mathabhanga s 800 family getting panic Cooch Behar News: প্রবল বর্ষণে নদী বাঁধে ভাঙন, জলের নিচে প্রায় ৩০০ বিঘা জমি, আতঙ্কে কাঁটা প্রায় ৮০০ পরিবার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/22/5ca6e89572763093fc6b4d08e5a11bac1719044995170484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীগুলির জল বেড়েছিল অনেকটাই। বৃষ্টি কমলেও এখন ভাঙনের সমস্যায় জেরবার মাথাভাঙ্গার নিশিগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মানসাই পাড়ের বাসিন্দারা।
নদী ভাঙন শুরু
মাথাভাঙ্গা ২ নং ব্লকের নিশিগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েতের ভোজনের ছড়া এলাকার গত ২ বছর ধরে নদী ভাঙন শুরু হয়েছে।নদী ভাঙনের ফলে ইতিমধ্যে ২০০-৩০০ বিঘা জমি ইতিমধ্যেই নদীগর্ভে চলে গিয়েছে বলে দাবি এলাকাবাসীদের। পাশাপাশি তেকোণিয়া ইকোপার্কের একটা বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙন নিয়ে বারংবার প্রশাসনের নজরে নিয়ে এলেও কোনও কাজ হয়নি বলেই অভিযোগ তাঁদের।
আতঙ্কিত এলাকাবাসীরা
নদীপাড়ের জমি ভাঙতে ভাঙতে এবার ভাঙন শুরু হয়েছে মাটির তৈরি বাঁধেও। আর এর ফলেই আতঙ্কিত এলাকাবাসীরা।মানসাই নদীর ভাঙন যেখানে শুরু হয়েছে তার পাশেই রয়েছে ভোজনের ছড়া,চকিয়ারছড়া, ছাড় জোড়পাটকি এবং কোদালধোয়া এই চারটি গ্রাম।যেহেতু মাটির বাঁধেও এবার ভাঙন শুরু হয়ে গিয়েছে। তাই যে কোনও মুহূর্তে ভিটেমাটি ছাড়ার আশঙ্কা করছেন চারটি গ্রামের প্রায় ৮০০ পরিবার।
ভিটেমাটি ও কৃষিজমি রক্ষা করতে আপাতত ব্যবস্থা গ্রহণের আর্জি
ভিটেমাটি এবং কৃষিজমি রক্ষা করতে আপাতত ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানিয়েছেন তারা । কারণ এই বর্ষায় যেহেতু পাথরের বাঁধ সম্ভব নয় ।
যদিও গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান বিষয়টি তার নজরে রয়েছে।গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এত বড়ো ভাঙন মেরামত সম্ভব নয় । তাই তিনি বিডিওর নজরে আনবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন, লাভপুরে TMC-র দুই গোষ্ঠীর মধ্য়ে বাঁশ-লাঠি নিয়ে হামলা, হাসপাতালে ভর্তি একাধিক..
ফুলহার নদীতে ভাঙন
এর আগে মালদার মানিকচকে কোশী নদী ও হরিশ্চন্দ্রপুরের ডাকুরিয়ায় ফুলহার নদীতে ভাঙন দেখা গিয়েছিল। মানিকচকের ভুতনিতে তলিয়ে গিয়েছিল প্রায় ১০০ মিটারের বেশি নদী তীরবর্তী এলাকা। দুশ্চিন্তায় প্রহর গুণছিলেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছিলেন মালদা সদরের মহকুমা শাসক ও ব্লক সেচ দফতরের আধিকারিকরা। অন্য়দিকে, ফুলহার নদীর জলস্তর বেড়ে যাওয়ায় হরিশ্চন্দ্রপুরের ভকুরিয়ার নদী তীরবর্তী এলাকায় ব্য়াপক ভাঙন শুরু হয়। পাহাড়ে প্রবল বৃষ্টির ফলে জলস্তর বেড়েছিল কোশী নদী ও ফুলহার নদীর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)