Lakshmir Bhandar: ২ বছর ধরে পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ! আজব ঘটনা কোচবিহারে
Coochbehar News : মাথাভাঙার কৃষকের অ্যাকাউন্টে গত ২ বছর ধরে জমা পড়েছে মহিলাদের জন্য রাজ্য সরকারের প্রকল্পের টাকা।
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : পুরুষ হয়েও পেয়ে চলেছেন লক্ষ্মীর ভাণ্ডার। তাও প্রায় দু বছর ধরে ! ভয়ঙ্কর এই অভিযোগ উঠল লক্ষ্মীর ভাণ্ডার ( Lakshmir Bhandar ) প্রকল্প নিয়ে। মাথাভাঙ্গার পচা ঘর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মনোরঞ্জন দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের এক হাজার টাকা করে ঢোকে।
কোচবিহারের মাথাভাঙার এই কৃষকের অ্যাকাউন্টে গত ২ বছর ধরে জমা পড়েছে মহিলাদের জন্য রাজ্য সরকারের প্রকল্পের টাকা। সম্প্রতি গ্রামীণ ব্যাঙ্কে পাসবুক আপডেট করাতে যান মাথাভাঙার পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মনোরঞ্জন দে। তখনই বিষয়টি ধরা পড়ে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তাঁর অ্যাকাউন্টে কীভাবে জমা পড়েছে তা ভেবেই পাচ্ছেন না ওই কৃষক। টাকা ফেরত দিতে চেয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগও করেছেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মাথাভাঙা ১ নম্বর ব্লকের বিডিও।
একুশের বিধানসভা ভোটের আগে এই প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ক্ষমতায় এসে তা চালু করেন তিনি। ২০২১ সালের ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে চালু হয় এই প্রকল্প। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে আবেদন করতে পারেন। অনলাইনের পাশাপাশি, দুয়ারে সরকার প্রকল্পেও এজন্য আবেদন করা যায়। জেনারেল ক্যাটিগরির পরিবারের কর্ত্রীকে মাসিক ৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি পরিবারের কর্ত্রীকে প্রতি মাসে ১ হাজার টাকা করে দেওয়া হয় । অর্থাৎ, যোগ্য জেনারেল কাস্ট পরিবার বছরে ৬ হাজার টাকা ও SC, ST এবং OBC পরিবার বছরে ১২ হাজার টাকা করে পেয়ে থাকে। এই প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে চলে যায়। সেক্ষেত্রে কোনরকম চিন্তার বিষয় নেই। সুবিধাভোগী যখন ইচ্ছে তার টাকা তুলতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। ইচ্ছে করলে মাসিক তোলা যায় কিংবা সেই টাকা জমা করে একবারে তোলা যায়। কিন্তু কোনওভাবেই পুরুষরা এই সুবিধে পেতে পারেন না।
বাংলার প্রতিটি পরিবারের ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করতে, ২০২১ সালের ১৭ মার্চ নির্বাচনী ইস্তেহারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উল্লেখ করে তৃণমূল কংগ্রেস। তখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ক্ষমতায় ফিরলে নতুন প্রকল্প শুরু করা হবে। বিপুল ভোটে রাজ্যে টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার ২ মাস পর লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এর আগে মাথাভাঙারই এক টোটোচালকের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ওঠা নিয়ে হইচই বেঁধেছিল। এবার আরও এক পুরুষের নাম মহিলাদের জন্য নির্ধারিত প্রকল্পে ওঠায় শুরু হল রাজনৈতিক তরজা।
আরও পড়ুন :
হাজিরা দেবেন না অভিষেক, তদন্তে যেন নড়চড় না হয়, নির্দেশ বিচারপতি সিনহার, আজ তবে কী করবে ED?