Coochbehar News: উত্তরবঙ্গে গড়ে উঠুক নয়া পর্যটন কেন্দ্র, রাজ্যের কাছে আর্জি কোচবিহারবাসীর
Coochbehar News: কোচবিহারের মেখলিগঞ্জ (Mekliganj News) মহকুমা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা আকর্ষণীয় জায়গাগুলি নিয়েই পর্যটন কেন্দ্র (Tourism Sector) গড়ে তোলার দাবি উঠছে।
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: উত্তরবঙ্গে নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি উঠছে কোচবিহারের মেখলিগঞ্জে (Coochbehar News)। নতুন এই পর্যটন কেন্দ্রে থাকবে আন্তর্জাতিক ৩ বিঘা করিডর থেকে শুরু করে হুজুর সাহেবের মাজার। এই এলাকায় পর্যটন শিল্প গড়ে তুলতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। জানিয়েছেন স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারী।
কোচবিহার জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আকর্ষণীয় জায়গা
আন্তর্জাতিক করিডরে দাঁড়িয়ে বিদেশ দর্শন। চা বাগান ঘেরা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে নদীর উপর রাজ্যের বৃহত্তম সেতু। কোচবিহারের মেখলিগঞ্জ (Mekliganj News) মহকুমা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই সমস্ত আকর্ষণীয় জায়গাগুলি নিয়েই পর্যটন কেন্দ্র (Tourism Sector) গড়ে তোলার দাবি উঠছে।
কোচবিহার (Coochbehar Tourism) শহরের বাসিন্দা অরূপ গুহ, বাসিন্দা এবিপি আনন্দের মুখোমুখি হয়ে বলেন, "মেখলিগঞ্জে পর্যটনের খুব ভাল সুযোগ রয়েছে। পর্যটন কেন্দ্র হিসেবে এই মহকুমাকে গড়ে তুললে খুব ভাল হবে।"
জেলার পর্যটন ব্যবসায়ী শুভঙ্কর রায় জানিয়েছেন, প্রচুর দেখার জায়গা রয়েছে কোচবিহারে। সরকারের তরফে প্রচার করলেই সুফল মিলবে। তাতে পর্যটকদের ঢল নামবে জেলায় এবং তা থেকে উপকৃত হবেন এলাকার মানুষজনও। এই সঙ্কটের মধ্যে আয়ের সুযোগ বাড়বে।
আরও পড়ুন: Malda: মালদায় বসে উত্তরপ্রদেশে প্রতারণা! ১৭ লক্ষ টাকা হাতিয়ে নিল এ রাজ্যের ৩ প্রতারক
কোচবিহার মেখলিগঞ্জে রয়েছে ৩ বিঘা করিডর, চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র, তিস্তার উপর রয়েছে রাজ্যের দীর্ঘতম জয়ী সেতু। এছাড়াও হলদিবাড়িতে রয়েছে বিখ্যাত হুজুর সাহেবের মাজার। এই সমস্ত এলাকাকে নিয়ে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকারও।
কোচবিহারের পর্যটনে জোর দিতে রাজ্যকে আর্জি এলাকাবাসীর
এ নিয়ে যোগাযোগ করলে রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক পরেশ অধিকারী বলেন, "মেখলিগঞ্জ পর্যটন দফতরের সঙ্গে কথা বলেছি। এখানে যাতে পর্যটন শিল্পের উন্নতি হয় তার জন্য চেষ্টা করা হবে।"
রাজ্যে ক্ষমতায় আসার পর উত্তরবঙ্গে পর্যটন শিল্পে উন্নতির দিকে নজর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যে পাহাড়-ডুয়ার্সে একাধিক নতুন পর্যটন কেন্দ্রও গড়ে উঠেছে। মেখলিগঞ্জেও রাজ্য সরকার সেরকম কিছু করে কি না, সেই আশায় দিন গুনছেন কোচবিহারবাসী।