Coochbehar Accident : কোচবিহারে ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মর্মান্তিক পরিণতি
পুলিশ সূত্রে খবর, গাড়িটি চিলকিরহাটের কাছে রাস্তার পাশে ডোবায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। গাড়িতে চার যাত্রীর মৃত্যু হয়।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার জনের। এদিন ভোররাতে চান্দামারি থেকে দেওয়ানহাটে যাচ্ছিল একটি ছোট চারচাকা গাড়ি। পুলিশ সূত্রে খবর, গাড়িটি চিলকিরহাটের কাছে রাস্তার পাশে ডোবায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। গাড়িতে চার যাত্রীর মৃত্যু হয়। সূত্রের খবর, চান্দামারিতে ঘুরতে গেছিলেন দেওয়ানহাটির ৫ বাসিন্দা।
বরাত জোরে বাঁচলেন একজনই
পুলিশ সূত্রে খবর, একমাত্র এক মহিলা যাত্রী কোনওক্রমে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। মৃত ব্যক্তিরা হলেন ধনঞ্জয় বর্মন, অমিত দাস, সঞ্জয় দাস এবং পার্থ দাস। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করে পুলিশ। কিন্তু ততক্ষণে সব শেষ। চারটি মৃতদেহ উদ্ধার করে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ।
কেন দুর্ঘটনা
ঘটনায় থমথমে গোটা এলাকা। কীভাবে ঘটল দুর্ঘটনা, হঠাৎ গাড়িটি পড়ে গেল কীভাবে, ড্রাইভার কি ঘুমিয়ে পড়েছিলেন, নাকি গতির বলি হলেন চার জন, উত্তর খুঁজছে পুলিশ। প্রাথমিক ভাবে কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশের ধারণা, বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল গাড়িটি। ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে আসা হয়েছে এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
কলকাতায় ২ দিন আগেই পিক আপ ভ্যানে দুর্ঘটনা
ঠিক তিন দিন আগেই, কলকাতার কেষ্টপুর-VIP রোডে বেপরোয়া পণ্যবাহী পিক আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ৩টি বাইকে ধাক্কা মারে। এক বাইক আরোহী পিক আপ ভ্যানের তলায় ঢুকে যান। তাঁকে বার করে স্থানীয়রাই হাসপাতালে নিয়ে যান। সকাল সোয়া ৯টা নাগাদ কেষ্টপুর-VIP রোডে দুর্ঘটনা ঘটে। বাগুইআটি থানা পিক আপ ভ্যানের চালককে আটক করে ।
ইন্দৌরেও ভয়াবহ দুর্ঘটনা
মধ্যপ্রদেশের ইন্দৌরে ট্রাকের চাকায় পিষে মৃত্যু হয় ৩ জনের। তাদের মধ্যে একটি শিশুও রয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১১ জন। তাদের মধ্যে এক ব্যক্তির অবস্থা সঙ্কটজনক। সোমবার সন্ধ্যায় ইন্দোরের এয়ারপোর্ট রোডে ঘটে এই অঘটন।
সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হাড়হিম করা সেই ভিডিও ফুটেজ। পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধেবেলায়, ইন্দোরের বিমানবন্দর রোডে প্রথমে ব্যস্ত রাস্তায় ঢুকে পড়ে ওই ট্রাকটি। একাধিক পথচারী সহ যানবাহনে পরপর ধাক্কা মারে ট্রাকটি। এরপরই, ট্রাকের চাকায় আগুন লেগে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মত্ত অবস্থায় ছিলেন ঘাতক ট্রাকের চালক।






















