Crime News : মাদক খাইয়ে মহিলাদের নগ্ন ছবি তুলে অশালীন সিনেমা, অভিযুক্তদের কড়া সাজা দিল আদালত
৬ জন অভিযুক্তকে দশ বছরের সাজা দিল আদালত । পাশাপাশি প্রত্যেককে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
কলকাতা : জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি উঠেছে কিন্তু আর জি কর কাণ্ডের প্রতিবাদের আঁচ এখনও বঙ্গজুড়ে। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা বহু মানুষের মনে সৃষ্টি করেছে চিরস্থায়ী ক্ষত। সামনে পুজো , কিন্তু আবহটা যেন অন্যরকম। আগমনী সুরের মাঝেও বিষাদের বাঁশি। নির্যাতিতা কি পাবেন সঠিক বিচার ? সকলেই তাকিয়ে আদালতের দিকে। প্রত্যেক অপরাধীকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি করছে আম জনতা। এরই মধ্যে নারীদের অসম্মান সংক্রান্ত একটি মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল আদালত। খাবারে মাদক মিশিয়ে অচৈতন্য করে ব্লু ফিল্ম তৈরির অপরাধে কড়া শাস্তি দিল আদালত।
করোনা কালে চার মহিলাকে খাবারে মাদক মিশিয়ে অচৈতন্য করে তাদের নগ্ন ছবি তোলে একটি গ্যাং। সেগুলি ব্যবহার করে তৈরি করা হয় অশালীন ছবিতে। মঙ্গলবার এই মামলায় বারাসাতের সপ্তম অতিরিক্ত জেলা দায়রা জজ ৬ জন অভিযুক্তকে দশ বছরের সাজা দিলেন । এর পাশাপাশি প্রত্যেককে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও আগামী এক মাসের মধ্যে সমস্ত অশালীন ছবি উদ্ধার করে বিধান নগরের পুলিশ কমিশনের কাছে জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে । বিধান নগর সাইবার ক্রাইম থানার ওসির কাছে জমা করতে হবে এই সংক্রান্ত সব ফুটেজ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sandip Ghosh:সন্দীপ ঘোষের নামের পাশ থেকে উধাও 'সাসপেন্ডেড' স্টেটাস! চিকিৎসক সংগঠনের দাবিতে বিতর্ক