Covid -19: রাজ্যে কোভিড পজিটিভ কেসের সংখ্যা ফের বাড়ল, আক্রান্তর সংখ্যা ৩০০ ছুঁইছুঁই ! গত ২৪ ঘণ্টায় একাধিক মৃত্যু গোটা দেশে..
Covid 19 Update: রাজ্যে আরও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, কোথায় দাঁড়িয়ে দেশ ? রিপোর্ট কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের, দেখুন একনজরে

সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যে আরও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৮২ জন। রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে ২৮৭, রিপোর্ট কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের।
আরো পড়ুন, অমিত শাহের 'দিদির পেটে ব্যথা' কটাক্ষর কড়া জবাব TMC-র, 'অপারেশন বেঙ্গল' নিয়ে বড় প্রশ্ন চন্দ্রিমার !
গত ২ সপ্তাহে রাজ্যে মোট করোনা আক্রান্ত ২৮৭। দেশের বাড়ছে কোভিড সংক্রমণ, আক্রান্ত বেড়ে ৩৭৫৮। দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৩৩৯৫ থেকে বেড়ে ৩৭৫৮। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৩৬৩ জন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮।
২০২০ সাল থেকে ২০২২ সালের ভয়াবহ স্মৃতির ৩ বছর পর ফের দেশজুড়ে চোখ রাঙাচ্ছে করোনা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, শনিবার পর্যন্ত সারা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৫৮। অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন এই উপ প্রজাতি। এ রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে আক্রান্তের সংখ্যা ২৮৭। যদিও আতঙ্ক না বাড়িয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছে এ রাজ্যের চিকিৎসক মহল।
শ্মশানে সারি সারি চিতা। হাসপাতালে রোগীদের ভিড়। অক্সিজেনের হাহাকার। ২০২০ থেকে ২০২২ টানা দুই বছর এমন সব ভয় ধরানো ছবির সাক্ষী থাকার, ৩ বছর পর, দেশজুড়ে ফের চোখ রাঙাচ্ছে করোনা!গত এক মাসে মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকংয়ের মতো এশিয়ার একাধিক জায়গায় হুহু করে বেড়েছে করোনার সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে, ভারতেও বাড়ছে সংক্রমিতের সংখ্য়া। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, শনিবার পর্যন্ত, সারা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৫৮।
কেরল(১৪০০), মহারাষ্ট্র(৪৮৫) ও দিল্লিতে(৪৩৬) সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা।শেষ ২৪ ঘন্টায়, দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬৩ জন। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২ জনের।সারাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ২৮। এদিকে, পশ্চিমবঙ্গেও রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন এই উপপ্রজাতি NB.1.8.1 কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত কোভিডে আক্রান্তের সংখ্যা ২৮৭। ১ দিনের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮২ জন।
গত ২৬ মে, দেশের করোনা সংক্রমিতের শেষ পরিসংখ্যান প্রকাশ করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেইসময়ে, পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১২। ছয় দিন পর সেই সংখ্যাই বেড়ে হল ২৭৫।চিকিৎসক অজয় সরকার বলেন, যথেষ্ট চিন্তার, কোন ভাইরাসের জন্য এটা হচ্ছে সেটা সরকারের উচিত আমাদের জানানো। ইতিমধ্যেই, কোভিড-১৯ এর জন্য RTPCR টেস্ট করা সমস্ত বেসরকারি ল্যাবগুলোকে, গত ২ সপ্তাহের সমস্ত কোভিড আক্রান্তদের RNA-এর নমুনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য। নমুনা থেকে জিনোম সিকোয়েন্সিং-এর জন্য,কলকাতার সকুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ভাইরোলজি ইউনিটে সমস্ত বিবরণ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।






















