Lottery Case : এনামুল হকও জিতেছিলেন লটারি, তাও আবার ৫০ লক্ষ টাকা ! CBI তদন্তে চমকে দেওয়া তথ্য
Cow Smuggling Case : এবার ৬ নম্বর লটারি জেতার তথ্য সামনে এল। সিবিআই সূত্রে দাবি, গরু পাচারকাণ্ডে অভিযুক্ত এনামুল হকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে আরও একটি লটারির তথ্য মিলেছে।
প্রকাশ সিনহা, কলকাতা : লটারিকাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর দাবি করছে সিবিআই। গত ১১ নভেম্বর সিবিআই দাবি করে , আরও ৫০ লক্ষ টাকার লটারি জিতেছিলেন সুকন্যা মণ্ডল। অনুব্রত মণ্ডলের মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘেটে এমনই তথ্য মিলেছে বলে, CBI সূত্রে দাবি করা হচ্ছে। তিন বছরে বীরভূমের মণ্ডল পরিবারই ৫ বার প্রায় ২ কোটি টাকার লটারি জিতেছেন। কোন জাদু কাঠির ছোয়ায়? তুঙ্গে রাজনৈতিক তরজা। এরই মধ্যে সিবিআই সূত্রে দাবি, গরু পাচারকাণ্ডে অভিযুক্ত এনামুল হকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে আরও একটি লটারির তথ্য মিলেছে।
এনামূলের লটারি
গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের তদন্তে এবার সামনে আসছে লটারি কেলেঙ্কারি। এবার ৬ নম্বর লটারি জেতার তথ্য সামনে এল। সিবিআই সূত্রে দাবি, গরু পাচারকাণ্ডে অভিযুক্ত এনামুল হকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে আরও একটি লটারির তথ্য মিলেছে। ২০১৭ সালে ওই লটারিতে এনামুল ৫০ লক্ষ টাকা পেয়েছিলেন বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি।
কালো টাকা সাদা?
তাহলে কি এইভাবে লটারির মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে, এই প্রশ্ন উঠছে। এর আগে অনুব্রত মণ্ডলের নামে ১০ লক্ষ ও এক কোটি টাকা লটারির দাবি করা হয় সিবিআই সূত্রে।তাঁর কন্যা সুকন্যার নামে যথাক্রমে ২৫ লক্ষ, ২৬ লক্ষ ও ৫১ লক্ষ টাকার লটারি উঠেছিল বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
সুকন্যার লটারি বৃত্তান্ত
বাবা অনুব্রত ও মেয়ে সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে, ৫ বার লটারি জেতার হদিশ পেল CBI। তাদের দাবি, ২০১৯ সালে অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টে লটারি জেতার ১০ লক্ষ টাকা ঢোকে। ওই বছরেই তাঁর মেয়ের অ্যাকাউন্টে ঢোকে ২৫ ও ২৬ লক্ষ টাকা। CBI সূত্রে দাবি করা হচ্ছে, তারা যে নতুন ৫০ লক্ষ টাকার হদিশ পেয়েছে, সেই টাকা সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছিল ২০২০-র জানুয়ারি মাসে। আর অনুব্রত মণ্ডল ১ কোটি টাকার লটারি জিতেছিলেন ২০২১-এ। কিন্তু, নানা মহলে প্রশ্ন উঠছে, এমনটাও কি সম্ভব? না কি গরু পাচারের কালো টাকা সাদা করার খেলা? ‘ভাগ্য দেবতা’ ঝুলি উপড়ে দিয়েছে ‘বাবা-মেয়ে’র কপালে? না কি লটারি’র ‘সাজানো’ গল্প? সব মিলিয়ে লটারি রহস্য আরও কত গভীরে? সেটাই এখন বড় প্রশ্ন।
আরও পড়ুন :