Tanmoy Bhattacharya: তন্ময় ভট্টাচার্যের উপর থেকে সাসপেনশন তুলে নিল সিপিএম
CPM News: গতকাল সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তীকে এবিষয়ে জানিয়ে দিয়েছেন
উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : তন্ময় ভট্টাচার্যের উপর থেকে সাসপেনশন তুলে নিল সিপিএম । তাঁর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না মেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ ওঠায় তন্ময়কে সাসপেন্ড করেছিল সিপিএম। একাধিক বার তন্ময় ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদও করে বরানগর থানার পুলিশ।
একটি পোর্টালের মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ ওঠে প্রাক্তন বিধায়ক ও সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে। যার ভিত্তিতে বরানগর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হল তাঁকে। অভিযোগকারী মহিলা সাংবাদিকের দাবি ছিল, তিনি তন্ময় ভট্টাচার্যর বাড়িতে সাক্ষাৎকার নিতে গেছিলেন। তখনই সিপিএম নেতা তাঁর শ্লীলতাহানি করেন। এরপরই বরানগর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। পুলিশ সূত্রে জানা যায়, তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ও ৭৫-এর ২ ধারায় মামলা হয়।
এই অভিযোগ ওঠার পর, দলের সদস্য পদ থেকে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করে সিপিএম। এ প্রসঙ্গে তন্ময় ভট্টাচার্য অবশ্য বলেছিলেন, 'ভদ্রমহিলার ওজন ৪০ কেজির বেশি নয়। আমার ওজন ৮৩ কেজি। ৮৩ কেজি ওজনের এক জন পুরুষ মানুষ যদি ৪০ কেজি ওজনের এক মহিলার কোলে বসে পড়েন, তা হলে সেই মহিলা শারীরিক ভাবে ফিট থাকে কি না, আমি জানি না। এটা পরিকল্পিত কুৎসা।'
অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে সিপিএমের রাজ্য নেতৃত্ব জানিয়ে দিয়েছিল, তন্ময় ভট্টাচার্যকে দল থেকে সাসপেন্ড করা হচ্ছে। এনিয়ে তাদের যে তদন্ত কমিটি আছে তারা তদন্ত করবে। এদিকে মহিলা সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে এক-আধবার নয়, একাধিকবার বরানগর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে তাঁকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়। ৮-৯ বার তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর কিছুদিন আগে তন্ময় ভট্টাচার্যকে বরানগর থানা জানিয়ে দেয়, তাদের আর কোনও প্রশ্ন জানার বিষয় নেই। কার্যত প্রশাসনিক তদন্ত বন্ধ হয়ে যায়।
ইতিমধ্যেই দলীয় তদন্ত শুরু হয়। একাধিকবার দলীয় নেতৃত্বের সঙ্গে তন্ময় ভট্টাচার্যের সঙ্গে দলীয় নেতৃত্ব কথা বলেন। নানা মহল থেকে তাঁরা তথ্য সংগ্রহ করেন। গতকাল রাতে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম তিনি উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তীকে জানিয়ে দিয়েছেন, তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যে সাসপেনশন ছিল, সেটা প্রত্যাহার করে নেওয়া হল। ফলে, এখন থেকে দলীয় সমস্ত কাজকর্মে তিনি যুক্ত থাকতে পারবেন। তিনি যোগ দিতে পারবেন। এদিকে তন্ময় ভট্টাচার্যও জানিয়েছেন, তিনি দলের কাছ থেকে এরকমই নির্দেশ পেয়েছেন।