Kolkata: গাড়িতে বসেই ক্রিকেট বেটিং! লোকেশন ট্র্যাক করে পাকড়াও পুলিশের
Cricket Betting: ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ চলাকালীন বেটিং চক্রের পর্দাফাঁস করা হয়।
পার্থপ্রতিম ঘোষ ও আবির দত্ত, কলকাতা: কলকাতা (Kolkata) শহরের বুকে পর্দাফাঁস হল বেটিং (betting) চক্রের। কিন্তু কোনও বাড়ি বা অফিসে নয়, গাড়িতে বসে চলছিল বেটিং। সেটারই পর্দাফাঁস কর কলকাতা পুলিশ (Kolkata Police)। ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ চলাকালীন বেটিং চক্রের পর্দাফাঁস করা হয়।
পুলিশ সূত্রের খবর, নিজেদের আড়াল করতে অভিনব পদ্ধতিতে বেটিং চক্রটি কাজ করছিল। পুলিশের চোখে ধুলো দিতে গাড়িতে বসেই চলছিল বেটিং। সেই চক্রটিকে ধরার জন্য লোকেশন ট্র্যাক করে লালবাজার। সেইভাবেই খোঁজ পাওয়া যায় ওই গাড়িটির।
বেটিং চলছিল। কিন্তু কোন জায়গা থেকে বেটিং হচ্ছিল, সেটা কিছুতেই ধরা যাচ্ছিল না। পুলিশ সূত্রের খবর, কিছুতেই জায়গাটা চিহ্নিত করা যাচ্ছিল না। পরে লোকেশন ট্র্যাক করে একটি দামি সাদা গাড়ির খোঁজ পাওয়া যায়। সেটি দেখে সন্দেহ হয় পুলিশের। সেই গাড়ি আটকে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে পুলিশের। পুলিশের চোখে ধুলো দিতে গাড়িতে বসেই চলছি বেটিং। লালবাজার সূত্রে খবর, শনিবার এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচ (Indian-Pakistan Match) চলাকালীন বেটিং চলছিল। কিন্তু দেখা যায়, বুকিদের লোকেশন বারবার বদল হচ্ছে। লোকেশন ট্র্যাক করে ওয়াটারলু স্ট্রিটে একটি গাড়ির হদিশ পাওয়া যায়। দেখা যায়, গাড়িতেই তৈরি করা হয়েছে বেটিং চালানোর সেট-আপ। সেখান থেকেই গাড়ি থেকে ২ বুকিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম, সত্যেন্দ্র যাদব এবং সুমিত সিংহ। এদের দুজনেরই নাম তিরিশের আশপাশে। দুই জনেই হাওড়ার বাসিন্দা। এই ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় রুজু হয়েছে মামলা।
অন্যদিকে, ডুরান্ড কাপের (durand cup) ফাইনালের আগে ডার্বি ম্যাচের (Derby Match) টিকিট ব্ল্যাক করার অভিযোগ। শনিবার রাত থেকে তল্লাশি চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে লালবাজারের গুন্ডাদমন শাখার পুলিশ। সূত্র মারফত পুলিশ জানতে পারে, ময়দান চত্বরে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্য়াচের টিকিট। অভিযান চালিয়ে ৪ জনকে হাতেনাতে পাকড়াও করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ম্যাচের টিকিট। অভিযোগ দায়ের হয়েছে ময়দান থানায় (Maidan police station)।