CV Anand Bose: রাজভবনে রাজ্যপালের মূর্তি কাণ্ড, তদন্ত কমিটি গঠন রাজ্যপালের
Kolkata Raj Bhawan: গত শনিবার চিত্র প্রদর্শনী পর্বে নিজের মূর্তি উন্মোচন করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
কলকাতা: রাজভবনে রাজ্যপালের মূর্তি কাণ্ডে এবার তদন্ত কমিটি গঠন করলেন সিভি আনন্দ বোস (C V Anand Bose)। প্রোটোকল ভেঙে কীভাবে ওই মূর্তি সেখানে বসানো হল, তার খোঁজ চালাবে কমিটি। রাজভবন সূত্রে খবর, রাজনৈতিক তরজা শুরু হতেই রাজভবনের নির্দিষ্ট স্থান থেকে সরিয়ে দেওয়া হয়েছে মূর্তি।
তদন্ত কমিটি গঠন: ভারতীয় জাদুঘর কর্তৃত্বের তরফে ওই মূর্তিটি উপহার দেওয়া হয় রাজ্যপালকে। মূর্তিটি তৈরি করেছেন ভারতীয় জাদুঘরের শিল্পী শ্রী পার্থ সাহা। গত শনিবার চিত্র প্রদর্শনী পর্বে নিজের মূর্তি উন্মোচন করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এই ছবি সামনে আসতেই শুরু হয় বিতর্ক। যা শুরু হতেই ঘটনার ব্যাখ্যাও দেয় রাজভবন। বলা হয় এই মূর্তি তাঁকে উপহার দেওয়া হয়েছিল। কিন্তু সেটা মূর্তি উন্মোচন বলে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। সেই মূর্তি কাণ্ডে তদন্ত কমিটি গঠন করলেন খোদ রাজ্যপাল। কীভাবে প্রোটোকল ভেঙে ওই মূর্তি এল, তা দেখা হবে। বিতর্কের আবহে সরিয়ে দেওয়া হয়েছে ওই মূর্তিও।
প্রতিবেদন:
— Raj Bhavan Media Cell (@BengalGovernor) November 24, 2024
সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে যে মাননীয় রাজ্যপাল ২৩.১১.২০২৪ তারিখে রাজভবনে নিজের মূর্তি উন্মোচন করেছেন।
বাস্তবতা:
অনেক শিল্পী তাদের শিল্পকর্ম মাননীয় রাজ্যপালকে উপহার দেন। অনেক চিত্রশিল্পী মাননীয় রাজ্যপালের প্রতিকৃতি এঁকে তাঁকে উপহার দিয়েছেন। অনুরূপভাবে, এক…
মূর্তি বিতর্কের আবহে গতকাল কটাক্ষ করে তৃণমূল। জয়প্রকাশ মজুমদার বলেন, "আমাদের রাজ্যপাল নিজে নিজের মূর্তি উন্মোচন করেছেন। এমনটা সচরাচর শোনা যায় না। প্রচারে থাকতেই এমনটা করেছেন উনি। এবার কি নিজের মূর্তি নিজে মালা দেবেন উনি?" রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু X হ্য়ান্ডেলে লেখেন, 'এ তো পুরো জটায়ু! রাজভবনে ম্যাকমোহন'। নিশানা করতে ছাড়েনি সিপিএম। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছিলেন, "রাজ্যপাল যে আত্মমগ্ন, এই ঘটনাই তার প্রমাণ বলে মত জয়প্রকাশের। সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও রাজ্যপালকে কটাক্ষ করেন। এতে রাজ্যপালের মর্যাদার অসম্মান হল বলে মনে করছেন তিনি। গোটা রাজ্যের জন্যই এই ঘটনা দুর্ভাগ্যজনক।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Weather Update: ফের নামল পারদ, কুয়াশার সতর্কতা জারি, সপ্তাহান্তে বৃষ্টি ভ্রুকুটি রাজ্যে