Cyclone Montha: ধেয়ে আসছে সাইক্লোন মান্থা, সকালে মধ্যেই বাড়বে ঘূর্ণিঝড়ের তীব্রতা
Cyclonic Storm Montha: মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্যে কাকিনাড়া এলাকার আশপাশে হবে ল্যান্ডফল। সেই সময় হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার।

Cyclone Montha: চোখ রাঙাচ্ছে সাইক্লোন মান্থা। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৮ অক্টোবর সকালের মধ্যে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২৮ অক্টোবর সন্ধে বা রাতেই হবে ল্যান্ডফল। মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্যে কাকিনাড়া এলাকার আশপাশে হবে ল্যান্ডফল। সেই সময় হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের আনুষ্ঠানিক আপডেট অনুসরণ করার কথাও বলা হয়েছে। আর সেই মতো উপযুক্ত ব্যবস্থাও নিতে হবে।
(A) Cyclonic Storm “Montha” [Pronunciation: Mon-Tha] over Westcentral & adjoining southwest Bay of Bengal
— India Meteorological Department (@Indiametdept) October 27, 2025
The Cyclonic Storm “Montha” [Pronunciation: Mon-Tha] over westcentral and adjoining southwest Bay of Bengal moved northwestwards with a speed of 15 kmph during past 6 hours… pic.twitter.com/JF5nHz9MyM
Cyclone Alert !
— India Meteorological Department (@Indiametdept) October 27, 2025
Cyclonic Storm #Montha over the Bay of Bengal is likely to intensify into a Severe Cyclonic Storm by 28th October morning.
Expected landfall: Between Machilipatnam and Kalingapatnam (around Kakinada) by evening/night of 28th Oct.
Wind Speed: 90–100 km/h,… pic.twitter.com/SXOFglAEQO
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা। এই ঘূর্ণিঝড় রয়েছে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর। অগ্রসর হচ্ছে উত্তর-পূর্ব দিকে। ঝড়ের গতিবেগ ঘণ্টার ১৫ কিলোমিটার। গত ৬ ঘণ্টা ধরেই অগ্রসর হচ্ছে এই ঘূর্ণিঝড়। এটি উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আর ২৮ অক্টোবর সকালের মধ্যে একটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। উত্তরও উত্তর-পশ্চিম দিকে আরও অগ্রসর হতে থাকা এই ঘূর্ণিঝড়টি ২৮ অক্টোবর সন্ধ্যা কিংবা রাতে কাকিনাড়ার আশেপাশে মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্য দিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। সেই সময় বাতাসের গতিবেগ সর্বোচ্চ ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে প্রতি ঘণ্টায়। আর বাতাসের গতিবেগ আরও বেড়ে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। অন্যদিকে, পূর্ব-মধ্য আরব সাগরের উপরেও রয়েছে নিম্নচাপের প্রভাব। পূর্ব-মধ্য আরব সাগরের উপর নিম্নচাপ বিগত ৩ ঘন্টা ধরে কার্যত স্থির হয়ে অবস্থান করছিল। আগামী ৪৮ ঘন্টার মধ্যে এটি পূর্ব-মধ্য আরব সাগর জুড়ে প্রায় উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাতেও প্রভাব ফেলতে পারে ঘূর্ণিঝড় মান্থা। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের ২ দিকেই।






















