Cyclone Ashani : 'অশনি' সঙ্কেত? ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব বঙ্গে ?
Weather Forecast : আবহাওয়া দফতর সূত্রে খবর, ওই সময় বৃষ্টির সম্ভাবনাও নেই। আবহাওয়া মূলত শুষ্কই (dry weather) থাকবে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : ২০১৯-এ ফণী (cyclone fani)। ২০২০-তে আমফান (cyclone amphan)। ২০২১- ইয়াস (cyclone yaas)। এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি (cyclone ashani)। তবে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department) সূত্রে খবর, বছরের প্রথম ঘূর্ণিঝড়ের সরাসরি কোনও প্রভাব এ রাজ্যে (West Bengal) পড়বে না। অশনি আছড়ে পড়তে পারে বাংলাদেশ (Bangladesh)-মায়ানমার (Mynamar) উপকূলে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হয়েছে নিম্নচাপ (depression)। এরপর তা গভীর নিম্নচাপে (deep depression) পরিণত হবে। তারপর ২১ মার্চ নাগাদ ঘূর্ণিঝড়ে (cyclone) পরিণত হওয়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়ে তারপর আন্দামান সাগরের দিকে যাবে। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর তা যাবে বাংলাদেশ মায়ানমার উপকূলের দিকে। ফলে আমাদের এখানে প্রভাব পড়বে না।'
বাংলাদেশ মায়ানমার উপকূলের দিকে সরে যাওয়ার ফলে রাজ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। আবহাওয়া দফতর সূত্রে খবর, ওই সময় বৃষ্টির সম্ভাবনাও নেই। আবহাওয়া মূলত শুষ্কই (dry weather) থাকবে।
জলীয় বাষ্পের কারণে আর্দ্রতা বাড়ায় বাড়বে অস্বস্তিও। ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যা পরিণত হবে ঘূর্ণিঝড়ে। উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে বুধবার বাংলাদেশ ও মায়ানমার উপকূলে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা। মৌসম ভবনের তরফে জানান হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। ১৯ মার্চ সকালে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি সুষ্পষ্ট নিম্নচাপ বলয় তৈরি হবে। আগামী কয়েকদিনে শক্তিশালী হবে নিম্নচাপ।
আরও পড়ুন- কেমন থাকবে শৈলশহরের তাপমাত্রা
উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা
- দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
- কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
- কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।
- জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।
- আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা
- পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
- বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।
- বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।
- নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।
- পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।
- বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।