Jukti Takko: 'বিশ্বের তাবড় তাবড় দেশ তাদের রুটি সেঁকবে', কোন প্রসঙ্গে মন্তব্য দেবাশিস দাসের?
ABP Ananda Live: 'বাংলাদেশ তার জন্মের অনেক আগে অর্থাৎ যে জায়গায়টা পূর্ব পাকিস্তান নাম ছিল সেই জায়গায় অনেক আগে থেকেই আগুন জ্বলেই আসছে। কখনও হিন্দু বাঙালিদের ওপর উর্দু ভাষা জোর করে চাপিয়ে দেওয়ার বিদ্রোহের আগুন। আবার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা দেখেছি কখনও তাদের রাষ্ট্র নেতার একের পর এক হত্যা হয়েছেন সেই আগুন এবং সামরিক অভ্যুথানের আগুন।' মন্তব্য ব্রিগেডিয়ার দেবাশিস দাসের।
আরও খবর, 'পাঁচ, বাংলাদেশের বিশিষ্টদের একাংশ যে শুধু পাকিস্তানকে সবথেকে নির্ভরযোগ্য বন্ধু ভাবছে তাই নয়, একাত্তর সালের বাংলাদেশের স্বাধীনতাকে, 'পাকিস্তানকে ভাঙার জন্য ভারতের চক্রান্ত,' বলে প্রকাশ্যে অভিহিত করছে। আর কোন পাকিস্তান? ওয়ারক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির রিপোর্ট অনুযায়ী, যে পাকিস্তানের সেনা, মুক্তিযুদ্ধের সময়ে, কমপক্ষে চার লক্ষ আটষট্টি হাজার মহিলার ওপর চরম নির্যাতন করেছিল। সেসময় প্রকাশিত টাইম ম্যাগাজিনে, সাংবাদিক ডান কলিন যার ভয়ঙ্কর বিবরণ লিপিবদ্ধ করে গেছেন।' মন্তব্য ব্রিগেডিয়ার দেবাশিস দাসের।