Cyclone Dana : সুস্পষ্ট নিম্নচাপে পরিণত, এবার কী ঘটাবে ‘দানা’? আবার কোথায় নতুন ঘূর্ণাবর্ত?
দিনভর বৃষ্টিতে কলকাতার তাপমাত্রায় অনেকটা নেমে গেছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। রবিবার থেকে কলকাতায় বৃষ্টি কমবে।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : ঘূর্ণিঝড় ‘দানা’ পরিণত হয়েছে সুস্পষ্ট নিম্নচাপে। উত্তর ওড়িশা থেকে এগোচ্ছে ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশের দিকে। ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটছে বাংলায়। সকালে সূর্যের দেখা মিলেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবহাওয়ার উন্নতি হলেও, আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। কাল থেকে আবহাওয়া বদল।
ক্রমাগত বৃষ্টির পর অবশেষে আবহাওয়ার উন্নতির খবর দিল আবহাওয়া দফতর । কয়েকটি জেলায় শনিবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে বৃষ্টি থেকে উত্তরবঙ্গেও ফিরবে শুষ্ক আবহাওয়া।
ইতিমধ্যেই ঘূর্ণিঝড় দানা শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর ওড়িশা থেকে নিম্নচাপ আরও শক্তি হারিয়ে ক্রমেই ছত্তীসগঢ় ও মধ্যপ্রদেশের দিকে এগোবে। শনিবার সুস্পষ্ট নিম্নচাপ ক্রমশ সাধারণ নিম্নচাপে পরিণত হবে। তবে উত্তর-পূর্ব অসম এবং দক্ষিণ কেরল উপকূলে দুটি ঘূর্ণাবর্ত রয়েছেস, সেই সঙ্গে তৈরি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় শনিবার বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই তিন জেলা ছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরও বেশ কিছু জেলায়। বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। আগামীকাল রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।
বৃহস্পতিবারও উত্তরবঙ্গে বৃষ্টি হলেও আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। শুষ্ক আবহাওয়াই থাকবে। পার্বত্য এলাকার দু এক জেলায় কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। দিনভর বৃষ্টিতে কলকাতার তাপমাত্রায় অনেকটা নেমে গেছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। রবিবার থেকে কলকাতায় বৃষ্টি কমবে।
কলকাতায় কেমন থাকবে আগামী ৭ দিনের আবহাওয়া ?
সূত্র - https://city.imd.gov.in/
7 Day's Forecast/Warnings | ||||||||
Date | Min Temp | Max Temp | Forecast | Warnings | RH 0830 | RH 1730 | ||
26-Oct | 26.0 | 29.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | No warning | 0 | 0 | ||
27-Oct | 26.0 | 31.0 | Generally cloudy sky with Light rain | No warning | 0 | 0 | ||
28-Oct | 27.0 | 32.0 | Partly cloudy sky with possibility of development of thunder lightning | No warning | 0 | 0 | ||
29-Oct | 27.0 | 32.0 | Partly cloudy sky with possibility of development of thunder lightning | No warning | 0 | 0 | ||
30-Oct | 27.0 | 32.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm | No warning | 0 | 0 | ||
31-Oct | 27.0 | 32.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm | No warning | 0 | 0 |
আরও পড়ুন, দানার জেরে কালীপুজোতেও কি ভোগাবে বৃষ্টি ? জেনে নিন বড় আপডেট
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।