Cyclone Remal Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, হাওড়ায় শুরু মাইকিং, বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত NDRF
Howrah News: হাওড়া জেলার নদী তীরবর্তী গ্রামগুলিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে
কলকাতা: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আজ সন্ধেয় পরিণত হতে পারে ঘূর্ণিঝড় রেমালে (Cyclone Remal Update)। রবিবার মাঝরাতে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফলের সম্ভাবনা ঘূর্ণিঝড় রেমালের। সেইসময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হওয়ার কথা ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। আর এই আবহে সতর্ক উপকূলবর্তী জেলা। ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বিভিন্ন জেলার তরফে। যার মধ্যে হাওড়াও।
কী ব্যবস্থা নিল হাওড়া জেলা প্রশাসন?
হাওড়া জেলার নদী তীরবর্তী গ্রামগুলিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। হাওড়ার শ্যামপুর ১ নম্বর ব্লকের গাদিয়াড়া, শিবগঞ্জ, বানেশ্বরপুর, গুজারপুর সহ একাধিক নদী তীরবর্তী গ্রামগুলিতে মাইকিং শুরু হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ওইসব এলাকায় নামানো হয়েছে NDRF টিম। জেলা পুলিশ, বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং এনডিআরএফ-এর পক্ষ থেকে গ্রামগুলিতে বাসিন্দাদের সতর্ক করে মাইকে প্রচার চালানো হচ্ছে। শ্যামপুর এক নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন ঘূর্ণিঝড় মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলিতে অস্থায়ী ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। সেখানে পানীয় জলের পাশাপাশি শুকনো খাবারের বন্দোবস্ত করা হয়েছে। এর পাশাপাশি মানুষ যাতে অযথা আতঙ্কিত না হয় সেজন্য প্রচার করা হচ্ছে। বিডিও-র নেতৃত্বে গ্রামে গ্রামে ঘূর্ণিঝড় নিয়ে প্রচার চালানো হচ্ছে।
ক্যানিং থেকে ৪৮০ কিলোমিটার দূরে রয়েছে এই গভীর নিম্নচাপ। সাগর দ্বীপ থেকে এই মুহূর্তে নিম্নচাপের দূরত্ব ৩৮০ কিলোমিটার। নিম্নচাপের জেরে সকাল থেকেই দিঘায় বাড়ছে ঢেউ। সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনাতেও মেঘলা আকাশ। এদিন সন্ধের মধ্যে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। কাল সকালের মধ্যে তা শক্তিশালী ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। আগামীকাল মধ্যরাতে ভারতের সাগর দ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝখান দিয়ে ঢুকবে 'রেমাল'। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার।
রবিবার দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়া জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা ও নদিয়ায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে ধর্নায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়