Cyclone Remal Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, হেল্পলাইন নম্বর শেয়ার কলকাতা পুলিশের
KP On Cyclone Remal Update: ঘূর্ণিঝড় রেমালের জেরে অসুবিধায় পড়লে এই নম্বরে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করুন..
কলকাতা: ভোটের মধ্যেই ঘূর্ণিঝড়ের অশনিসঙ্কেত (Cyclone Remal Alert)। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, আছড়ে পড়বে আগামীকাল মধ্যরাতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের প্রায় অধিকাংশ জেলাতেই দুর্যোগের তীব্র আশঙ্কা রয়েছে। তাই আগাম সতর্ক প্রশাসন। প্রাকৃতিক দুর্যোগের জেরে কোনওভাবে অসুবিধায় পড়লে পুলিশ প্রশাসনকে পাশে পাবে সাধারণ মানুষ। এবার হেল্পলাইন নম্বর শেয়ার করল কলকাতা পুলিশ (Kolkata Police)।
হেল্পলাইন নম্বর শেয়ার কলকাতা পুলিশের, ঘূর্ণিঝড়ের গতিবেগ কত হতে পারে ?
কলকাতা পুলিশ দুটি হেল্পলাইন নম্বর শেয়ার করেছে। নম্বর দুটি হল- ৯৪৩৬১০৪২৮ এবং ৯৪৩২৬ ১০৪২৯। হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়বে আগামীকাল মধ্যরাতে। ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। কলকাতায় ৭০-৯০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। আগামীকাল সকালের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার রাত ১১ থেকে ১টার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'রেমাল'। পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি আছড়ে পড়তে পারে।
অতিভারী বৃষ্টির লাল সতর্কতা কোথায় কোথায় ?
আগামীকাল দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা। আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামীকাল পঃ মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বীরভূম, দুই দিনাজপুর, মালদায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার জলপাইগুড়ি, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুন, ভোটে সন্তুষ্ট ? জিতবেন ? ১০০-য় কত দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
ঘূর্ণিঝড়ের জন্য কলকাতায় বন্ধ থাকবে বিমান পরিষেবা
ঘূর্ণিঝড়ের জন্য কলকাতায় বন্ধ থাকবে বিমান পরিষেবা। আগামীকাল বেলা ১২ থেকে সোমবার সকাল ৯ পর্যন্ত বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর
ঘূর্ণিঝড়ের সতর্কতায় ২১ ঘণ্টা বন্ধ থাকবে উড়ান পরিষেবা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।