Darjeeling Glenarys: বড়দিনের আগে দার্জিলিংয়ে সুখবর পর্যটকের কাছে! বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে 'খুলছে' গ্লেনারিজ
এদিন শুনানির সময় অনিয়মগুলি শোধরানো সম্ভব কিনা খতিয়ে দেখে আবগারি দফতরকে সিদ্ধান্ত নিতে বলে সিঙ্গল বেঞ্চ।

সৌভিক মজুমদার, কলকাতা: দার্জিলিং যাওয়া হবে আর লিস্টে গ্লেনারিজ-এ ঢুঁ মারবে না, এমনটা হয় না। কিন্তু বড়দিনের আগে বন্ধ হয়ে গিয়েছিল ঐতিহ্যবাহী এই দোকান। আইন লঙ্ঘনের অভিযোগে ৯০ দিনের জন্য গ্লেনারিজ বার সিল করেছিল আবগারি দফতর। পর্যটকে ভরা দার্জিলিং-এ, ব্যবসার ভরপুর সময়ে, এভাবে বারে তালা ঝুলিয়ে দেওয়া নিয়ে জোর চর্চা চলছিল।
এরপর আইনের দ্বারস্থ হয় কর্তৃপক্ষ। এরপর আজ অর্থাৎ বড়দিনের আগেই সুখবর গ্লেনারিজ ও পর্যটকদের জন্য। ১২ জানুয়ারি পর্যন্ত গ্লেনারিজ রেস্তোরাঁর পানশালা খোলা রাখার নির্দেশ কলকাতা হাইকোর্টের। নির্দেশ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। পানশালা বন্ধের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি অমৃতা সিনহা। একাধিক অনিয়মের অভিযোগে সম্প্রতি পানশালা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এরপরই আদালতের দ্বারস্থ হয় পানশালা কর্তৃপক্ষ।
আদালত নির্দেশ দিয়েছে, আজ বিকেল ৫টা থেকে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত বারটি পুনরায় চালু রাখা যাবে। এর ফলে ২৫ ডিসেম্বর এবং ইংরেজি নববর্ষের উৎসবে পর্যটকদের জন্য গ্লেনারিজের স্বাদ নিতে আর কোনো বাধা রইল না। তবে এই স্বস্তি সাময়িক; আগামী ৫ জানুয়ারি পুনরায় মামলাটি সার্কিট বেঞ্চে উঠবে।
পুলিশের দাবি ছিল, আবগারি আইন অমান্য করার কারণেই গ্লেনারিজের বার বন্ধ করা হয়েছে। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছিল, আপাতত তিন মাস বার বন্ধ থাকবে। পুলিশের আরও অভিযোগ, গ্লেনারিজে নিয়মিত যে গানের আসর বসে, তার জন্যও কোনও অনুমতি নেওয়া ছিল না। কিন্তু এই সমস্ত অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন গ্লেনারিজের মালিক অজয় এডওয়ার্ড। তাঁর বক্তব্য, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিন শুনানির সময় অনিয়মগুলি শোধরানো সম্ভব কিনা খতিয়ে দেখে আবগারি দফতরকে সিদ্ধান্ত নিতে বলে সিঙ্গল বেঞ্চ। ডিভিশন বেঞ্চে যায় রাজ্য, আজ রাজ্যের আবেদন খারিজ করে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। অন্যদিকে আজই সিঙ্গেল বেঞ্চেও মামলার শুনানি হয়। সেই মামলায় পানশালা খোলার নির্দেশ দেয় আদালত।






















