Bear In Dooars : ভালুকের মন্দির দর্শন, হানায় স্কুল পড়ুয়ার মৃত্যু, হুলস্থূল ডুয়ার্সে
Darjeeling-Jalpaiguri : পরে মৃত অবস্থায় পাওয়া যায় ভালুকটিকেও। বন দফতর (Forest Department) জানিয়েছে, কীভাবে এই মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে।
রাজা চট্টোপাধ্যায় ও মোহন প্রসাদ, জলপাইগুড়ি : জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে দার্জিলিং (Darjeeling), ভালুক(Bear) নিয়ে হুলস্থূল দুই জেলায়।ডুয়ার্সে এক ছাত্র ও একটি ভালুকের মৃত্যুতে হুলস্থূল। ডুয়ার্সের (Dooars) চা-বাগানে ভালুকের (Bear) হানায় স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ। পরে মৃত অবস্থায় পাওয়া যায় ভালুকটিকেও। বন দফতর (Forest Department) জানিয়েছে, কীভাবে এই মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে। অন্য দিকে, টাইগার হিলের (Tiger Hill) কাছে একটি সিসি ক্যামেরাবন্দি (CCTV Camera) মন্দিরে ঢুকে পড়া ভালুকের ছবি। দার্জিলিংয়ে ভাইরাল ভালুকের মন্দির দর্শনের ছবি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে ডুয়ার্সের মেটেলি চা-বাগান এলাকায় একটি ভালুক বের হয়। তার আক্রমণে মৃত্যু হয় এলাকারই বাসিন্দা একাদশ শ্রেণির এক ছাত্রের। ঘটনার কিছুক্ষণ পর ওই চা-বাগান থেকেই উদ্ধার হয় ভালুকটির মৃতেদহ। স্থানীয় সূত্রে খবর, ক্ষিপ্ত জনতাই পিটিয়ে ও গুলি করে খুন করেছে বন্য প্রাণীকে। কীভাবে ভালুকটির মৃত্যু হয়েছে, সে বিষয়ে তদন্ত হবে বলে জানিয়েছে বন দফতর। ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেছেন, 'ভাল্লুক এসেছিল পাহাড় থেকে। এলাকায় ছিল। ভিডিও করতে গেলে তুলতে গেলে আক্রমণ করে। পরে জানা যায় ভাল্লুকটি মারা গিয়েছে। কীভাবে মৃত্যু বন দফতর তদন্ত করে দেখছে।'
ডুয়ার্সের চা বাগানে যখন এই ছবি, তখন দার্জিলিংয়ে ভাইরাল হয়েছে ভালুকের মন্দির দর্শনের একটি ভিডিও। যেখানে দেখা যায় ভালুকটিকে সিঁড়ি দিয়ে উঠতে, খাবার খুঁজতে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ছবিটি টাইগার হিলের কাছে সিঞ্চল মন্দিরের। দার্জিলিং-এর ডিএফও এস এস এস এস শেরপা বলেছেন, 'সিঞ্চল জঙ্গলের ভেতরে। ভাল্লুকের জায়গা। এ নিয়ে ভয়ের কারণ নেই। দিনের বেলা চিৎকার চেঁচামেচিতে আসবে না। অন্য জায়গায় খোঁজ পেলেই নজরদারি করছি। গুলি চলেছে তেমন কিছু জানি না।' ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বনদফতর।
আরও পড়ুন- জঙ্গলে নেই যথেষ্ট সংখ্যক বনকর্মী, পাচার-দাপটে বিপাকে ডুয়ার্স