Darjeeling Mail : স্বাধীনতা দিবস থেকে বাড়ছে দার্জিলিং মেলের যাত্রাপথ
Darjeeling Mail : উত্তরবঙ্গের বাসিন্দাদের আরও সুবিধা হবে বলে আশা রেল কর্তৃপক্ষের।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : স্বাধীনতা দিবস ( Independence Day ) থেকে বাড়ছে দার্জিলিং ( Darjeeling ) মেলের যাত্রাপথ। এবার শিয়ালদা থেকে কোচবিহারের হলদিবাড়ি পর্যন্ত চলবে দার্জিলিং মেল।
দার্জিলিং মেলের নতুন রুট কী
রেল বোর্ডের তরফে জারি হল নির্দেশিকা। এতদিন নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলাচল করত দার্জিলিং মেল।এবার শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি টাউন স্টেশন হয়ে হলদিবাড়ি যাবে। এর ফলে উত্তরবঙ্গের বাসিন্দাদের আরও সুবিধা হবে বলে আশা রেল কর্তৃপক্ষের। দার্জিলিং-এ এই সময় ঘোর বর্ষা। এখন শহরের আবহাওয়া অত্যন্ত মনোরম এবং আরামদায়ক । তাই বর্ষা সত্ত্বেও বহু মানুষ জড়ো হন শৈলশহরে। সারা বছরই বাংলার মানুষ তো বটেই, বাংলার বাইরের মানুষেরও আকর্ষণের কেন্দ্রে থাকে শৈলশহর। তাই দার্জিলিং মেলের রুট বাড়ার খবরে খুশি পর্যটকরা। যাঁরা, তরাই ডুয়ার্সের বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে চান, তাঁদের জন্য ভাল খবর এই রুট বৃদ্ধি।
আরও পড়ুন :