Siliguri News: ১৪ জন স্কুল পড়ুয়াকে নিয়ে ফিরছিল পুলকার, আচমকা আগুন ধরে গেল গাড়িটিতে ! তারপর যা হল...
Vehicle Caught Fire: গত বছর নভেম্বর মাসে এ ধরনের একটি ঘটনা ঘটেছিল পশ্চিম বর্ধমানের পানাগড়ে। পরিত্যক্ত একটি গাড়িতে হঠাৎই আগুন লেগে যায় । অগ্নিদগ্ধ হয় ৪ জন।

সনৎ ঝা, মাটিগাড়া (শিলিগুড়ি) : রাজ্যজুড়ে বিভিন্ন বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রতিদিন স্কুলবাসে যাতায়াত করে। আবার সুবিধামতো অনেক অভিভাবক সন্তানদের জন্য পুলকারেও যাতায়াতের ব্যবস্থা করেন। এহেন পুলকারে আসার সময়ই বিপদের মুখে পড়ল বেশ কয়েকজন স্কুল পড়ুয়া।
কী ঘটনা ?
এদিন স্কুল পড়ুয়াবাহী চলন্ত পুলকারে হঠাৎ আগুন লেগে যায়। অল্পের জন্য প্রাণে বাঁচে ১৪ জন স্কুল পড়ুয়া। শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি স্কুলের ছাত্রদের নিয়ে যাচ্ছিল পুলকারটি। সেই সময় দেবীডাঙার কাছে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরে যায় এবং গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। যদিও গাড়িতে থাকা স্কুলছাত্রদের কোনও ক্ষতি হয়নি।
গত বছর নভেম্বর মাসে এ ধরনের একটি ঘটনা ঘটেছিল পশ্চিম বর্ধমানের পানাগড়ে। পরিত্যক্ত একটি গাড়িতে হঠাৎই আগুন লেগে যায় । অগ্নিদগ্ধ হয় ৪ জন। পরিত্যক্ত গাড়ির মধ্যে খেলার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঝলসে আহত হয় এক কিশোরী ও তিন কিশোর। অগ্নিদগ্ধ চার জনকেই ভর্তি করা হয় হাসপাতালে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, "গাড়িটি এখানে রাখা ছিল অনেক দিন ধরে। বাচ্চারা প্রায় খেলত ওখানে। একটা বাচ্চা প্রদীপ নিয়ে খেলা করছিল। আগুন জ্বালাচ্ছিল। হয়তো কোনও ক্রমে ধরে গেছে। বাচ্চাদের গায়ে আগুন ধরে নেয়। স্থানীয় একজন ছেলে গিয়ে জামা-কাপড় ছিঁড়ে বাঁচিয়ে দেয়। কিন্তু, তাও অনেক জায়গায় পুড়ে যায়। ২ জন বাচ্চার পুরো মুখ পুড়েছে। বাকি দুই জন স্বাভাবিক আছে।"
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক মহিলা বলেন, "হঠাৎ দেখি গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। পাশের একজনকে জিজ্ঞাসা করি তোমার ছেলে কোথায় ? বলল, ওদিকে আছে। আমি গাড়িতে দেখি, বাচ্চা নেই। নীচের দিকে দেখি বাচ্চা বসে রয়েছে। তখন আমি চিৎকার শুরু করি। গাড়িতে বাচ্চা আছে, গাড়ি বাচ্চা আছে...বলে জোরে জোরে চিৎকার শুরু করি। তারপর বাচ্চাদের উদ্ধার করা হয়।"
২০২২ সালের অক্টোবর মাসেও এই ধরনের একটি ঘটনা ঘটেছিল পূর্ব বর্ধমানে। সেবার চলন্ত বাসে ধোঁয়া (smoke) বেরোতে দেখা যায়। অগ্নিকাণ্ডের (fire) ভয়ে যাত্রীরা (passenger) নেমে যান বাস (bus) থেকে। বর্ধমানের (bardhaman) উল্লাস বাস স্ট্যান্ডের কাছে ঘটনাটি ঘটে। তবে বড় কোনও বিপর্যয় (disaster) হয়নি। খবর পেয়ে তড়িঘড়িই ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।






















