Siliguri Municipal Election: পুরভোটে মেলেনি টিকিট, শিলিগুড়ি ছাড়লেন তৃণমূল নেত্রী, দলবদল ব্যুমেরাং, কটাক্ষ অশোকের
Siliguri Municipal Election: বাবাকে নিয়ে শিলিগুড়ি ছাড়লেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দুর্গা সিং।২০১৫-র পুরভোটের পর বামফ্রন্টের প্রথম জনপ্রতিনিধি হিসেবে ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেন দুর্গা সিং।
সনৎ ঝা, দার্জিলিং: দলের প্রতি ক্ষোভ উগরে পুরভোটের (Municipal Election) মুখে শিলিগুড়ি (Siliguri) ছাড়লেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর (Former TMC Councilor)। সূত্রের দাবি, ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর টিকিট না পাওয়ায় এই সিদ্ধান্ত। যা নিয়ে শাসক দলকে খোঁচা দিয়েছে বিরোধীরা। বিক্ষুব্ধ নেত্রীর উদ্দেশে কড়া বার্তা দিয়েছে তৃণমূল।
শিলিগুড়ি পুরভোটের মুখে নতুন ট্যুইস্ট! বাবাকে নিয়ে শিলিগুড়ি ছাড়লেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দুর্গা সিং। ২০১৫-র পুরভোটের পর বামফ্রন্টের প্রথম জনপ্রতিনিধি হিসেবে ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেন দুর্গা সিং।এরপর তাঁর উদ্যোগেই তৃণমূলে যোগ দেন আরও ৯ জন বাম কাউন্সিলর।দলবদলকারী সেই ১০ জনের মধ্যে এবার ৭জনকে প্রার্থী করেছে তৃণমূল।তবে টিকিট পাননি ৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর দুর্গা। দুর্গার বাবা অমরনাথ সিং, ওই ওয়ার্ডের তিনবারের ফরওয়ার্ড ব্লকের কাউন্সিলর ছিলেন।তিনিও দুর্গার পথে হেঁটে তৃণমূলে যোগ দেন।
গত কয়েকদিন ধরে তাঁর বিরুদ্ধে ওই ওয়ার্ডেই পড়ে পোস্টার।এই পরিস্থিতিতে পুরভোটের মুখে শহর ছাড়লেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। দলের প্রতি ক্ষোভ উগড়ে দুর্গা সিং চলে গেলেন উত্তরপ্রদেশের বাড়িতে।
শিলিগুড়ি পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেত্রী দুর্গা সিংহ বলেছেন, পার্টি বিশ্বাস না রাখলে পার্টিতে থেকে কী লাভ! আমাদের উপর দোষ করলে লাভ হয় না। বাবা পদত্যাগ করেছে। মান সম্মান সবারই তো থাকে। আমরা ইউপি যাচ্ছি।
ভোট যত এগোচ্ছে শিলিগুড়িতে তত তৃণমূলের মধ্যে বিদ্রোহ বাড়ছে। টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন দুর্গা সিং। উত্তরপ্রদেশে চলে গেলেন শাসক নেত্রী।এনিয়ে দলবদলকারীদের বিঁধেছে সিপিএম ও বিজেপি। শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা ৬ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য বলেছেন, প্রথম দুর্গা সিংকে ভাঙিয়েছিল। আমি তখন বলেছিলাম তৃণমূলকে চেনো না, ব্যবহার করে ছুড়ে ফেলবে। আজ তাই হয়েছে। দলবদল ব্যুমেরাং হয়ে গেছে। দলবদলুরা কেউ জিততে পারবে না।
বিধায়ক তথা ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ বলেছেন, দুর্গা সিংয়ের পর যাঁরা দলবদল করে অন্য দলে যান, তাঁদের কী অবস্থা হতে পারে তা শিক্ষা নেওয়ার আছে। হুমকি, বাছা বাছা বিশেষণের সামনে শহর ছাড়তে হচ্ছে। যাঁরা তৃণমূলে যাবেন তাঁদের এই অবস্থা হবে।
বিরোধীদের অভিযোগ আমল না দিয়ে, বিক্ষুব্ধ নেত্রীর উদ্দেশে কড়া বার্তা দিয়েছে তৃণমূল।
৪৭ ওয়ার্ড বিশিষ্ট শিলিগুড়ি পুরসভায় ভোট হবে ১২ ফেব্রুয়ারি।ফল ঘোষণা ১৪ ফেব্রুয়ারি।