Darjeeling: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু আরও ৩ শিশুর
Darjeeling: কিছুদিন আগেই জ্বরে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছিল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পাঁচমাসের গৌর মণ্ডলের বাড়ি মোথাবাড়ির বাঙ্গিটোলা এলাকায়।
বাচ্চু দাস, শিলিগুড়ি: জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আরও তিনজন শিশুর মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এদের মধ্যে দুজনের বয়স দেড় মাসের কম। আরও এক জনের বয়স নয় মাস। কিছুদিন আগেই জ্বরে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছিল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পাঁচমাসের গৌর মণ্ডলের বাড়ি মোথাবাড়ির বাঙ্গিটোলা এলাকায়। পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি, শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিল ওই শিশু। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পরের দিনই মৃত্যু হয় সেই শিশুর।
এদিকে উত্তরবঙ্গের পর ফের পূর্ব বর্ধমানে শিশুদের জ্বরে আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ দেখা দিল রাজ্যে। এবার গড়ে প্রতিদিন প্রায় ৩০ থেকে ৪০ জন শিশু জ্বর নিয়ে ভর্তি হচ্ছে জেলার দুই মহকুমা হাসপাতালে। শিশুদের জ্বরে আক্রান্ত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য দফতরও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে কাটোয়া মহকুমা হাসপাতালে দুশো চব্বিশ জন শিশু ভর্তি হয়েছে অজানা জ্বরের উপসর্গ নিয়ে। কাটোয়ার পাশাপাশি কালনা মহকুমা হাসপাতালেও গত সপ্তাহে ভর্তি হয় প্রায় সতেরোশোরও বেশি শিশু। এদের মধ্যে বেশিরভাগ শিশুই অজানা জ্বরে আক্রান্ত। প্রতিদিন এই পরিমাণ শিশু জ্বরে আক্রান্ত হওয়ায় শিশু বিভাগের বেডও ভর্তি হয়ে যাচ্ছে। হাসপাতালে বেডের আকাল দেখা দেওয়ায় এক একটা বেডে তিন থেকে চারজন শিশুকে রাখতে বাধ্য হচ্ছে হাসপাতাল। এমনকি কাটোয়া হাসপাতালে বেড না পাওয়া যাওয়ায় বেশ কিছু শিশুকে মেঝেতে রেখেও চিকিৎসা করা হচ্ছে বলে জানা যাচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, দু থেকে আড়াই বছরের শিশুরা জ্বর এবং ঠান্ডা লাগার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। জ্বরে আক্রান্ত শিশুদের চিকিৎসা করার সময়ে হাসপাতালের পক্ষ থেকে করোনা পরীক্ষাও করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনও শিশুরই করোনা রিপোর্ট পজেটিভ আসেনি। করোনা পরীক্ষা ছাড়াও ডেঙ্গু টেস্ট ও রক্তের প্লেটলেট টেস্টও করা হচ্ছে শিশুদের।
আরও পড়ুন: মালদায় জোড়া ধাক্কা বিজেপির, হাতছাড়া পঞ্চায়েত, অন্যটিতে অনাস্থায় অস্বস্তি গেরুয়া শিবিরে