Darjeeling: পাহাড়ের কোলে সবুজের মাঝে ছুটল ট্রেন, ভিস্তাডোমে উঠে মুগ্ধ যাত্রীরা
শুক্র, শনি, রবি, সকাল ৭টা ২০-তে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেবে একটি ট্রেন। এই তিনদিনই দুপুর ২টোয় NJP-র উদ্দেশ্যে ছাড়বে অপর ট্রেন।
বাচ্চু দাস, দার্জিলিং : আজ থেকে যাত্রা শুরু হল ভিস্তা ডোম ট্যুরিস্ট (Vistadome) স্পেশাল ট্রেনের। নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার, পাহাড়ি রাস্তায় এঁকেবেঁকে ছুটবে ট্রেন। দু’ দিকে ঘন সবুজ জঙ্গল, চা বাগান, দূরে পাহাড়ের হাতছানি, কামরায় মাথার ওপর খোলা আকাশ। প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ নিতে নিতেই এক জেলা থেকে আরেক জেলায় পাড়ি দেবেন যাত্রীরা।
ভিস্তাডোমের সময় সূচি
শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষভাবে সাজানো কামরায় রয়েছে রিভলভিং চেয়ার। যাতে পর্যটকেরা একদিকে চেয়ারে বসেই অন্যদিকের জানলা দিয়ে বাইরের প্রাকৃতিক শোভা উপভোগ করতে পারেন। ট্রেনে মোট ৪৪টি আসন। ভারতীয় রেল সূত্রে খবর, NJP থেকে আলিপুরদুয়ার, সপ্তাহে দুটি ট্রেন যাতায়াত করবে। শুক্র, শনি, রবি, সকাল ৭টা ২০-তে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেবে একটি ট্রেন। এই তিনদিনই দুপুর ২টোয় NJP-র উদ্দেশ্যে ছাড়বে অপর ট্রেন।
পাহাড়ের কোল ঘেঁষে সবুজের রাজ্যে কু..ঝিকঝিক, শনিবার থেকে উত্তরবঙ্গে ভিস্তা ডোম টুরিস্ট স্পেশাল ট্রেন
অসমেও ছাড়ছে ভিস্তাডোম
অন্যদিকে, আজই অসমেও শুরু হওয়ার কথা ভিস্তাডোম স্পেশ্যাল ট্যুরিস্ট ট্রেন পরিষেবার। বৃহস্পতিবার উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (Northeast Frontier Railway , NFR) জানিয়েছে , শনিবার থেকে অসমের গুয়াহাটি থেকে নিউ হাফলং এবং পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশন অবধি দুটি জনপ্রিয় রুটে ভিস্তাডোম পর্যটক স্পেশাল ট্রেন চালু হবে।
উত্তরবঙ্গের ট্রেনগুলির মতোই উত্তর -পূর্ব ভারতে ভিস্তাডোম কোচটি সুসজ্জিত ও বিলাসবহুল। শনিবার গুয়াহাটি স্টেশন (Guwahati station) থেকে নিউ হাফলং রেলওয়ে স্টেশনে (New Haflong Railway Station)যাবে । ট্রেন ছুটবে সবুজে ঢাকা মনোরম ডিমা হাসাও জেলার মধ্য দিয়ে। এটি দেশের তৃতীয় ভিস্তাডোম ট্রেন। উত্তর -পূর্ব সীমান্ত রেলওয়ের দ্বিতীয় ভিস্তাডোম পরিষেবা।
এই বিশেষ সুসজ্জিত কামরা শীততাপ নিয়ন্ত্রিত। কামরায় মাথার ওপর খোলা আকাশ। আশপাশও কাচের। এ ছাড়া ভিস্তা ডোমে রয়েছে রিভলভিং চেয়ার। যাতে পর্যটকেরা একদিকে চেয়ারে বসেই অন্যদিকের জানলা দিয়ে বাইরের প্রাকৃতিক শোভা উপভোগ করতে পারবেন। কোচগুলি থেকে পর্যটকরা খোলা আকাশ, পাহাড়, সবুজ বনভূমির ৩৬০ ডিগ্রি ভিউ দেখতে পারবে।
আপাতত ট্রেনের টিকিটের দাম হবে ১১৫০ টাকা। প্রাথমিকভাবে, ট্রেনটি সপ্তাহে দুবার, বুধবার এবং শনিবার চলবে। গুয়াহাটি থেকে সকাল ৬.৩৫ এ ছাড়বে। হাফলঙে পৌঁছবে ১১.৫৫ মিনিটে। মাঝে মান্দারডিসা এবং মাইবং স্টেশনে থামবে। ফিরতি পথে, ট্রেনটি নিউ হাফলং থেকে বিকাল ৫ টায় ছাড়বে এবং রাত ১০.৪৫ -এ গুয়াহাটি পৌঁছাবে।