Darjeeling Weather : আজও দার্জিলিং-এ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, জমছে পর্যটকদের ভিড়ও
Darjeeling Weather Report : আঁকাবাঁকা পাহাড়ি পথে টয় ট্রেনের (toy train) কু ঝিক ঝিক...মাথায় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার (kanchenjunga)মুকুট। গা বেয়ে ধাপে ধাপে চা-পাতার আবরণ।

দার্জিলিং : ১ মার্চ থেকে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং, দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত টয় ট্রেনে নতুন চমক। এবার পর্যটকদের জন্য উপহার ওই ট্রেনে ভিস্তাডোম কোচ। পাশাপশি দার্জিলিং থেকে ঘুম, ঘুম থেকে দার্জিলিং স্টেশনে চলাচলকারী জয় রাইডের সমস্ত কোচও হচ্ছে ভিস্তাডোম । এই আনন্দে শৈলশহরে জমছে ভিড়। এদিকে কমছে ঠান্ডাও। অল্পবিস্তর বৃষ্টি যদিও লেগেই রয়েছে।ফাল্গুনের শেষ বেলায় ভিজে আরও তরতাজা পাহাড়। যদিও গত কয়েকদিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে।আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Office) সূত্রে খবর, আজ-কালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে (North Bengal)। http://imdkolkata.gov.in/ সূত্র অনুযায়ী
| Day | Min | Max | আবহাওয়ার হাল হকিকত |
|---|---|---|---|
| ২৬-Feb | ৫.0 | ১৩.০ | আংশিক মেঘলা আকাশ, মাঝেমধ্যে বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা |
| ২৭-Feb | ৫.0 | ১৩.০ | আংশিক মেঘলা আকাশ, মাঝেমধ্যে বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা |
| ২৮-Feb | ৬.0 | ১২.০ | আংশিক মেঘলা আকাশ, মাঝেমধ্যে বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা |
























