Jalpaiguri News: ফের ভয় দেখাচ্ছে ডেঙ্গি, জলপাইগুড়ির সাইলি চা বাগানে ৩ সপ্তাহে আক্রান্ত ১১
Dengue News: মালবাজার ব্লকের বাগরাকোট চা বাগানের পর এ বার ডেঙ্গির থাবা সাইলি চা বাগানে। প্রশাসন জানিয়েছে, গত তিন সপ্তাহেই আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১।
![Jalpaiguri News: ফের ভয় দেখাচ্ছে ডেঙ্গি, জলপাইগুড়ির সাইলি চা বাগানে ৩ সপ্তাহে আক্রান্ত ১১ Dengue Creates Fear In Jalpaiguri Taking Infection Toll To 839 Jalpaiguri News: ফের ভয় দেখাচ্ছে ডেঙ্গি, জলপাইগুড়ির সাইলি চা বাগানে ৩ সপ্তাহে আক্রান্ত ১১](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/22/b423e2f15a2afa8f8c2e8f4349f80cc81661191884843482_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: মালবাজার (malbazaar) ব্লকের বাগরাকোট চা বাগানের (tea garden) পর এ বার ডেঙ্গির (dengue) থাবা সাইলি চা বাগানে। প্রশাসন জানিয়েছে, গত তিন সপ্তাহেই আক্রান্তের (infected) সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। আপাতত মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল ও ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন (treatment) তাঁরা।
কী ছবি?
হিসেব বলছে, গত জানুয়ারি থেকে ২২ অগাস্ট পর্যন্ত জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৯ জন। এর মধ্যে মালবাজারের সাইলি চা বাগানে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ জন। পরিস্থিতি দেখে জেলার সাতটি স্বাস্থ্য ব্লকেই সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দফতর। কোনও জ্বরে আক্রান্ত রোগী এলেও পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাইলি ব্লকে ডেঙ্গি প্রতিরোধে সচেতনতার প্রচারের কাজও চলছে। মেডিক্যাল টিমও গিয়েছিল সেখানে, জানান মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার। তবে বিষয়টি নিয়ে বিজেপির চিকিৎসক-সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, 'জানতে পাড়লাম এবার ডেঙ্গির মাত্রাটা বেশি। মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, তাঁরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। তবে রোগটা যাতে বাড়াবাড়ি রকম ছড়িয়ে না পড়ে তার জন্য আপনারা তৈরি করুন।' তবে সেই সঙ্গে তাঁর প্রশ্ন, 'এটা বেড়ে যাওয়ার বেশ কিছু কারণ থাকে। দু-একটা ঘটনা হলেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আশাকর্মী বা অন্যান্য স্বাস্থ্যকর্মীরা কি রিপোর্ট দিয়েছিলেন? সেটা স্বাস্থ্য দফতরের দেখার কথা। হয়তো গাফিলতি হয়ে থাকতে পারে বা দেরিতে পদক্ষেপ করা হয়েছে।' উল্লেখ্য, মাঝে কয়েক দিন আক্রান্তের সংখ্য়া কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও জলপাইগুড়িতে ফের ভয় দেখাতে শুরু করেছে ডেঙ্গি।
সার্বিক ছবিতেও ভয়...
বস্তত গোটা রাজ্যেই ডেঙ্গি-আতঙ্ক ফের বেড়েছে। এর মধ্যে বেশ কয়েকটি জেলা থেকে আক্রান্তের খবর মিলেছে। পরিস্থিতি দেখে ডেঙ্গি প্রতিরোধে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই বার্তার পরেই পথে নেমেছে বিধাননগর পুরনিগম। সোমবার সপ্তাহের প্রথম দিনে বিধাননগর পুরনিগমের অর্জুনপুর, দেশবন্ধু নগর-সহ বিভিন্ন অঞ্চলে ডেঙ্গি সচেতনতা যাত্রা করা হয় বিধাননগর পুরনিগমের তরফে। সচেতনতা যাত্রায় বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী-সহ মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা পা মেলান। ডেঙ্গি সচেতনতা ক্ষেত্রে বিভিন্ন প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে এই পদযাত্রা করা হয়। প্রসঙ্গত ইতিমধ্যে চলতি বছরে বিধাননগর পুরনিগম অঞ্চলে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিগত কয়েকদিনে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। এর পর মুখ্যমন্ত্রীর বার্তা পেতেই ময়দানে নামে বিধাননগর পুরনিগম। মশারি টাঙিয়ে, ডেঙ্গি বিরোধী বার্তা লিখে প্ল্যাকার্ড হাতে প্রচার করা হয়।
আরও পড়ুন:শহরে ডেঙ্গু আতঙ্ক, সচেতনতা বাড়াতে কী পদক্ষেপ প্রশাসনের ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)