West Bengal Weather:ঘূর্ণাবর্তের জেরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা দক্ষিণবঙ্গে, বৃষ্টি কমবে উত্তরবঙ্গে
Depression Over Jharkhand And Odisha:ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। আপাতত এটি নিম্নচাপ হিসেবে ঝাড়খণ্ড এবং ওড়িশা সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: ঘূর্ণাবর্ত (Depression) তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে (Bay Of Bengal)। আপাতত এটি নিম্নচাপ হিসেবে ঝাড়খণ্ড (Jharkhand) এবং ওড়িশা (Odisha) সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ছত্তীসগঢ় অভিমুখে যাবে এটি। তবে এতেই শেষ নয়। আগামীকাল অর্থাৎ ১৮ জুলাই, আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে।
কী হতে পারে?
আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একদিকে যেমন দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, অন্য দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টা পর বৃষ্টি কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বাড়বে। আগামী ২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রাও বাড়তে থাকবে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। একই সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমবে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একেবারে উপরের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সেখানেও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
কলকাতার আবহাওয়া...
কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। আজ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনভর। তবে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গত কাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আপাতত যা পূর্বাভাস, তাতে আগামিকাল সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার কথা, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে তাপমাত্রার হেরফেরে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে। শিশুরা তো বটেই, জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্সকরা। কাশি হলে কমতে সময় লেগে যাচ্ছে অনেক দিন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা।
আরও পড়ুন:অমানবিক ! রাস্তায় নাচতে না চাওয়ায় বিশেষ চাহিদাসম্পন্ন তরুণকে 'কটূক্তি, মারধর'






















