Cyclone Dana Update: শুক্রবার পর্যন্ত বাতিল বুকিং, দুর্যোগ-শঙ্কায় খালি হচ্ছে সৈকত শহর দিঘা
Digha Situation Update: সকাল থেকেই মেঘলা আকাশ। পর্যটক শূন্য দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর।
পার্থ প্রতিম ঘোষ, দিঘা: দানার (Dana Cyclone Update) দাপটে উপকূলে বিপদের মেঘ। বুধ থেকে পর্যটক শূন্য দিঘা। বেলা ১২টার মধ্যে হোটেল খালি করার নির্দেশ। ২৫ তারিখ পর্যন্ত সব বুকিং বাতিল।
উপকূলে বিপদের মেঘ: সকাল থেকেই মেঘলা আকাশ। পর্যটক শূন্য দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর। আজ থেকে শুক্রবার পর্যন্ত সমস্ত হোটেল বুকিং বাতিল ও নতুন বুকিং না নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। আজ বেলা ১২টার মধ্যে হোটেল, লজ খালি করতে বলা হয়েছে। সমুদ্র তীরবর্তী সমস্ত দোকান বন্ধ, সৈকতের চারপাশ দড়ি দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। সাইরেন বাজিয়ে এলাকা খালি করার পাশাপাশি, মোতায়েন রয়েছে NDRF ও SDRF. পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরাপত্তা খতিয়ে দেখেন। পাশেই ওড়িশা উপকূল, সেখানেই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা। সেই কারণে বেশি মাত্রার সতর্ক পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।
আলোর উৎসবের আগেই কি ছেয়ে যাবে দুর্যোগের অন্ধকারে? দীপাবলীর আগেই তাণ্ডব চালাতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা'। টানা ৩ দিন ধরে বাংলায় প্রবল দুর্যোগের আশঙ্কা। আবহবিদরা জানিয়েছেন, পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় 'দানা'য় পরিণত হয়েছে। বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরের মাঝামাঝি সময়ে ওড়িশার পুরী ও বাংলার সাগরদ্বীপের মাঝে স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় দানা। ল্যান্ডফলের সময় তার গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার।
বাংলার ওপর দিয়ে অতিক্রম করার সময়, ঝড়ের গতিবেগ সবচেয়ে বেশি থাকবে পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকা দিয়ে ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার বেগে অতিক্রম করতে পারে দানা। সাগরদীপ ও সুন্দরবন এলাকায় যার গতিবেগ থাকতে পারে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ঝড়ের ঝাপটা থেকে রেহাই পাবে না কলকাতাও। সেখানে ঝড়ের গতিবেগ থাকবে ৫০-৭০ কিলোমিটার। ঘূর্ণিঝড় দানার প্রভাবে কার্যত ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বুধবারের পর থেকে বিপর্যস্ত হয়ে পড়তে পারে স্বাভাবিক জনজীবন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।