Dilip Ghosh: ‘চৌরাস্তায় এনে মারব, রাজনীতি ছেড়ে দেব, মেজাজ ছাড়ব না,’ ফের দিলীপ-উবাচ
West Bengal BJP: গতকালের বিতর্ক মেটেনি এখনও পর্যন্ত। সেই আবহেই শনিবার সকালে ফের বিতর্কিত মন্তব্য শোনা গেল দিলীপের মুখে।

বিশ্বজিৎ দাস, খড়্গপুর: একদা নির্বাচনী কেন্দ্রে গিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন দিলীপ ঘোষ। স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে 'ঘেউ ঘেউ', 'কুকুর', এমন বিতর্কিত শব্দ প্রয়োগ করতে শোনা যায় বিজেপি-র প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতিকে। সেই নিয়ে বিতর্কের মুখে পড়লেও, এখনও নিজের অবস্থানে অনড় দিলীপ। এবার মারধরের হুঁশিয়ারিও শোনা গেল তাঁর মুখে। (Dilip Ghosh)
গতকালের বিতর্ক মেটেনি এখনও পর্যন্ত। সেই আবহেই শনিবার সকালে ফের বিতর্কিত মন্তব্য শোনা গেল দিলীপের মুখে। তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে বললেন, "কাল থেকে শুরু করেছি। বাড়িতে ঢুকে মারব, না হলে, বাড়ি থেকে টেনে নিয়ে এসে চৌরাস্তায় মারব।" মেজাজ হারিয়ে একথা বলছেন না, মেজাজ ঠিক রেখেই বলছেন বলে ঘোষণা করলেন। গতকালের মন্তব্যের জন্য অনুতাপ নয়, দিলীপ বললেন, "যা বলেছি, ঠিক বলেছি।" (West Bengal BJP)
এর আগেও বার বার বেলাগাম মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন দিলীপ। এখন রাজ্য বিজেপি-র সভাপতি পদও নেই, নেই সাংসদ পদও। কিন্তু দিলীপ সেই আগের মেজাতেই রয়েছেন। তাঁর বক্তব্য, "খড়্গপুরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এই ধরনের বেয়াদপি করতে এলে, সে যে দলেরই হোক না কেন, বাড়ি থেকে টেনে এনে রাস্তায় পেটাব। সে যত বড়ই নেতা হোক না কেন। দিলীপ ঘোষ কারও বাপের খায় না, কারও জমিদারিতে পা দেয় না।। রাজনীতি করতে বলে ভদ্রভাবে কর। ছ্য়াবলামি করলে, আমরা জানি কাকে, কী করে সোজা করতে হয়।"
খড়্গপুরের প্রাক্তন সাংসদ দিলীপ। সাংসদ তহবিলের টাকায় তৈরি হওয়া রাস্তার উদ্বোধন করতে গিয়ে গতকাল স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারান। তাঁকে বলতে শোনা যায়, "এই ৫০০ টাকার চাকররা কিছু করতে দেয় না। ঘেউ ঘেউ করে!" সেই নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়লেও দিলীপের বক্তব্য, "দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় ঘুরে প্রত্যেকটি লোকের সুবিধা জানে। যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি, এত বছর কাউন্সিলর থাকতে কিছু করেনি, এমএলএ থাকতে কিছু করেনি, সে বলছে, 'আমি রাস্তা বানিয়েছি'। বোর্ডে লেখা আছে 'অনারেবল এমপি দিলীপ ঘোষ'। মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে? বেহায়াদের মতো মিছিল করছে ওখানে গিয়ে। দম থাকলে ড্রেন করে দেখা, দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে। দিলীপ ঘোষের মেজাজ এইরকমই থাকবে। কারও বাপের খায় না, পরে না। কারও কাছ থেকে এক কাপ চা চেয়ে খায় না, নেব না, দেবও না, কিন্তু কাউকে ছাড়ব না।"
দিলীপের দাবি, বিক্ষোভকারীরা সবাই তৃণমূলের। তাঁর কথায়, "আমি শিখিয়ে দেব, কোনটা কুকথা, কোনটা সুকথা। বেশি ভদ্রলোকি দেখাতে যান না। রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে। যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে, বউয়ের আঁচলের তলায় বসে থাকে, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। জীবনে বাড়ির বাইরে বেরোয় না। চমকে দিলে পে*প করে ফেলবে। দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবে। রাজনীতি ছেড়ে দেব, মেজাজ ছাড়ব না, বলে দিচ্ছি। "
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
