Dilip on Projapoti : 'দেব কে তৃণমূল ব্যবহার করেছে' প্রজাপতি-বিতর্কে এবার খোঁচা দিলীপের
Dilip On Mithun : দিলীপ ঘোষ বলেন, ' যেন বাপের সম্পত্তি। পার্টির সম্পত্তি। মিসইউজ চলছে। যাদের নামে লোক হলে আসে, তাদের দুরে রাখার চেষ্টা চলছে।
রঞ্জিত সাউ, কলকাতা : মুক্তির পর নন্দনে শো পেল না দেব (Dev) অভিনীত ফিল্ম 'প্রজাপতি' (Projapoti)। কিছু দিন আগে একইভাবে নন্দনে ব্রাত্য ছিল অনীক দত্ত পরিচালিত 'অপরাজিত।' 'প্রজাপতি' (Projapoti) ছবিতে দেবের পাশাপাশি অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী সিনেমাটিতে থাকার কারণেই কী নন্দনে জায়গা পেল না সিনেমাটি ? এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ' যেন বাপের সম্পত্তি। পার্টির সম্পত্তি। মিসইউজ চলছে। যাদের নামে লোক হলে আসে, তাদের দুরে রাখার চেষ্টা চলছে। রাজ্যের সুপার স্টার মিঠুন চক্রবর্তী। বহুদিন পর একটা বাংলা ছবি করলেন। লোকে মুখিয়ে আছে। এতো সুন্দর হল (নন্দন) সেখানে শো দেওয়া হল না। '
আরও পড়ুন :
বড়দিন পেরোতেই উধাও শীত, স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি শহরের তাপমাত্রা
প্রজাপতি নন্দনে জায়গা না পাওয়ায় দেব ট্যুইট করে লিখেছেন, 'নন্দনকে এবার খুবই মিস করব। তবে কোনও ব্যাপার নয়। আবার দেখা হবে।' শুরু হয়েছে তরজা। মুখ খুলেছেন বিদ্বজনরাও। বিজেপির স্টার প্রচারক মিঠুনের ছবি ননন্দনে স্থান না পাওয়ায় স্বাভাবিক ভাবেই কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। দেবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ' দেব কে তৃণমূল ব্যবহার করেছে। একসময় সিনেমা রিলিজ বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জোর করে টিকিট দিয়ে ওকে সাংসদ করেছে। এদের কাছে আর কিছু আশা করা যায়না। এরা রাজনীতি ছাড়া আর কিচ্ছু বোঝে না। '
'প্রজাপতি' ছবিতেবাবা এবং ছেলের গল্প ফুটিয়ে তুলেছেন পরিচালক অভিজিৎ সেন। এ নিয়ে শুরু থেকেই উৎসাহিত ছিলেন দেব এবং মিঠুন দুই জনেই। তাঁদের রাজনৈতিক অবস্থান ছবি তৈরির পথে বাধা হয়ে দাঁড়ায় কিনা প্রশ্নের জবাবে সম্প্রতি দুই শিল্পীই সৌজন্যের বার্তা দিয়েছিলেন। জানিয়েছিলেন, রাজনীতিতে কচাকচি সাধারণ নিচু স্তরের কর্মী-সমর্থকদের মধ্যে থাকে। উপরতলায় সকলেই সকলের বন্ধু। কিন্তু নন্দনে ছবির মুক্তি আটকে যাওয়ায় তাঁদের সেই সৌজন্যের বার্তা আদৌ ফলপ্রসূ হল না বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।