Dilip Ghosh : 'নেতার বাড়ির দরজায় গিয়ে লাথি মারতে হবে, রাস্তায় বেরোলে গাছে বাঁধতে হবে' দিলীপের নতুন দাওয়াইয়ে বিতর্ক
TMC- BJP : এদিকে তুফানগঞ্জে তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। কালো পতাকাও দেখানো হয়।

কোচবিহার : ফের একবার বিতর্কে দিলীপ ঘোষ। এবার সরাসরি নেতাদের বাড়ির দরজায় লাথি মারার, গাছে বেঁধে রাখার দাওয়াই দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। মাথাভাঙায় দলীয় সভা থেকে যে বিতর্কিত মন্তব্য করেন দিলীপ ঘোষ। রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোটের আগমনী। আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যে হতে চলেছে হেভিওয়েট নির্বাচন। আর সেই ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে, ততই বেড়েই চলেছে হুমকি-হুঁশিয়ারির সুর। রাজ্যের কোনও রাজনৈতিক দলই যা থেকে বাদ নেই। এবার নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূল নেতাদের আক্রমণ করতে গিয়ে তাঁদের বিরুদ্ধে ফের একবার বিতর্কিত মন্তব্য করলেন দিলীপ ঘোষ।
দিলীপের দাওয়াই !
নিয়োগ-দুর্নীতি ইস্যুতে ফের তৃণমূল নেতাদের নিশানা দিলীপ ঘোষের। মাথাভাঙায় দলীয় সভায় থেকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির আক্রমণ 'কলকাতায় রাস্তায় গাড়ি আটকালেই মিলছে এক-দেড় কোটি, সব গরিব মানুষকে লুঠ করে নিয়ে যাওয়া টাকা, চাকরির নামে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে।' যার পরেই বিতর্কিত দাওয়াই রেখে দিলীপ ঘোষের মন্তব্য, 'কেউ কেউ মাঝে মাঝে নেতাদের কলার ধরছেন। নেতার বাড়িতে গিয়ে আক্রমণ করতে হবে। নেতার বাড়ির দরজায় গিয়ে লাথি মারতে হবে। রাস্তায় বেরোলে গাছে বাঁধতে হবে।'
দিলীপ ঘোষের যে মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন, 'অসামাজিক, বেআইনি কথা বলছেন দিলীপ ঘোষ। আইনি নিজে হাতে তুলে নেওয়ার কথা বলছেন একজন সাংসদ, এমনটা উনি বলতেই পারেন না। আর গোটা দেশের মানুষ বলছে মোদি-আদানি চোর হ্যা। ওদেরকে গাছে বাঁধার পরিকল্পনা করছে সাধারণ মানুষ, দিলীপ ঘোষ সেটা নিয়ে ভাবুন।'
তুফানগঞ্জে কালো পতাকা, গো ব্যাক স্লোগান
মাথাভাঙায় দলীয় সভায় যাওয়ার পথে ফের দিলীপ ঘোষকে 'গো ব্যাক' স্লোগান দেওয়া হয়। তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় দিলীপকে কালো পতাকাও দেখানো হয়। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতিকে 'গো ব্যাক', কালো পতাকা যুব তৃণমূলের। যা ঘিরে কোচবিহারের তুফানগঞ্জে উত্তেজনা। যার পর মাথাভাঙার সভা থেকে দিলীপের বিতর্কিত মন্তব্য ঘিরে তৈরি হয় রাজনৈতিক তরজা।
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্যের জেরে শিরোনামে উঠে এসেছেন দিলীপ ঘোষ। সেই ধারাতেই যুক্ত হল তাঁর আরও এক দাওয়াই।
আরও পড়ুন- নিয়োগ দুর্নীতিতে কুন্তলের মুখে 'রহস্যময়ী' হৈমন্তী গঙ্গোপাধ্যায়, কে তিনি ?






















