Dilip-Kunal Tussle : 'উনি তো প্রবচন দিতেই থাকেন, লোকে মজা পান', কুণালকে পাল্টা দিলীপের; 'আর একবার জগন্নাথদেবকে...'
BJP News: ফের স্বমহিমায় দেখা গেছে দিলীপ ঘোষকে। এরই সঙ্গে, এবারের ভোটে খড়গপুরে লড়াই করার ইচ্ছা প্রকাশ করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

কলকাতা : রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষের কার্যত প্রত্যাবর্তন হয়েছে বুধবার। ফের স্বমহিমায় দেখা গেছে দিলীপ ঘোষকে। এরই সঙ্গে, এবারের ভোটে খড়গপুরে লড়াই করার ইচ্ছা প্রকাশ করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এই আবহে গতকাল দিলীপ ঘোষকে কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ। পাল্টা জবাব দিলেন দিলীপও।
কী বলেছিলেন কুণাল ঘোষ ?
কুণাল বলেছিলেন, "দিলীপবাবুর সঙ্গে আমাদের মতাদর্শগত লড়াই। উনিও বিজেপি। মতাদর্শগত লড়াই। কিন্তু, আমরা দেখছিলাম ওঁকে ওঁর দলেরই অনেকে কোণঠাসা করে দিচ্ছেন। যারা কোণঠাসা করছিলেন, তাঁদের পারফর্ম্যান্সে দিল্লির জেঠুরা খুশি নন। সেই কারণে আবার দিলীপবাবুকে ডাকাডাকি করে এনে...। দিলীপদা যে আবার পার্টিতে ফিরে এলেন এটা কিন্তু দিঘার জগন্নাথদেবের আশীর্বাদ। তার কারণ, ওই উদ্বোধনে দিলীপবাবু গিয়ে সটান প্রণাম করেছিলেন। এটা কিন্তু প্রভু জগন্নাথদেবের আশীর্বাদে আর একবার পার্টির মিটিংয়ে ফিরে আসতে পারলেন দিলীপবাবু। পারলে গিয়ে আর একবার জগন্নাথদেবকে প্রণাম করে আসবেন।"
যা জবাব দিলেন দিলীপ ঘোষ...
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, "উনি তো প্রবচন দিতেই থাকেন। সেই প্রবচন ক'জন শোনেন ? ওঁর প্রবচনে লোকে মজা পান। সব ব্যাপারে উনি সবকিছু বলেন। লোকে মজা নেন। কী হয়েছে না হয়েছে সেটা তো আমার পার্টি ঠিক করছে। ২০২৬-এর ভোটে কী হবে, সেটাও মনে হয় জগন্নাথদেবের আশীর্বাদে পরিবর্তন হবে এখানে।"
রাজ্য রাজনীতিতে বুধবার ছিল চমকের দিন। গত বছরের ৩০ এপ্রিল, দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সস্ত্রীক গেছিলেন দিলীপ ঘোষ। তার পর থেকেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাঁর। দীর্ঘ কয়েকমাস রাজনীতির মূলস্রোত থেকে দূরে থাকার পর সল্টলেকের একটি হোটেলে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন দিলীপ ঘোষ। বিশেষ সেই বৈঠকে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ২০ মিনিটের সেই বৈঠকের পরের দিনই স্বমহিমায় দেখা গেছে দিলীপ ঘোষ। এমনকী, ছাব্বিশের বিধানসভা ভোটে ফের খড়গপুরে লড়াইয়ের ইচ্ছা প্রকাশও করেছেন তিনি। তিনি বলেছেন, "আমি আগে যেখানে লড়েছি। খড়গপুরে দু'বার, মানুষ ওখানে জিতিয়েছে, দেখিয়ে দিয়েছে। তো সেই জন্য স্বাভাবিকভাবে ওখানে মানুষের সঙ্গে আমার একটা আত্মিক যোগ আছে। তো পার্টি যদি বলে আমি ওখানেই লড়ব। আমি গতবার ইচ্ছা প্রকাশ করেছিলাম, নির্বাচন লড়ব না, বর্ধমানে যাব না। কিন্তু পার্টি বলেছিল, আমি গেছি। বারবার এরকম হবে, আমার মনে হয় না। পার্টিরও শিক্ষা নেওয়া উচিত।" দিলীপ ঘোষ খড়গপুরে লড়াই করলে, তাঁর পাশে দাঁড়াতে প্রস্তুত স্থানীয় নেতৃত্বের একটা বড় অংশ।






















