Dilip Ghosh: ‘বিমানে চেপে দিল্লি যাইনি, কারও অ্যাপয়েন্টমেন্টও নিতে হয়নি’, ফের রাজ্য BJP-র একাংশকে নিশানা দিলীপের
West Bengal BJP: শনিবার সকালে ইকোপার্কে হাঁটতে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দিলীপ।

কলকাতা: দিঘার জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তাঁকে দেখা যেতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপি-র নেতা, বিধায়ক, কেউই ছেড়ে কথা বলছেন না। এমন পরিস্থিতিতে ফের মুখ খুললেন রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি, তথা বিজেপি-র প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। ‘হঠাৎ বিজেপি’-দের প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেন না বলে জানালেন। (Dilip Ghosh)
শনিবার সকালে ইকোপার্কে হাঁটতে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দিলীপ। বিজেপি-র বিধায়ক অশোক দিন্দা যেভাবে তাঁর সমালোচনা করেছেন, তা নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে দিলীপ বলেন, “দেখে রাখুন কী হচ্ছে। আগেও অনেকে এমন বলেছে, পরে ক্ষমা চেয়েছে পায়ে হাত দিয়ে। হঠাৎ বিজেপি যারা, তারা অনেক কিছু বলবে। সবার বলার অধিকার আছে, তার উত্তর দেওয়ার দরকার নেই।” (West Bengal BJP)
তাহলে কি রাজ্য বিজেপি-তে এই মুহূর্তে একা হয়ে গিয়েছেন দিলীপ? তাঁর সাফ জবাব, “আমি কারও সমর্থন চাই না। নিজের নীতি মেনে কাজ করি। বিমানে চাপিয়ে দিল্লি নিয়ে গিয়ে যখন লোকজনকে দলে যোগ দেওয়ানো হতো, আমাকেও ডাকা হতো। কিন্তু আমি যেতাম না। বলেছিলাম, আমি বাংলার রাজনীতি করি। কারও বাড়ির সামনে কখনও হাতজোড় করে দাঁড়াইনি। দিল্লিতে কারও অ্যাপয়েন্টমেন্ট চাইনি আমি।”
মমতার আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ায় যে সমালোচনার ঝড় উঠেছে বিজেপি-র অন্দর থেকে, তা নিয়ে দিলীপের বক্তব্য, “আমি পার্টি দাঁড় করিয়েছি। সেই পার্টিতে বাইরে থেকে যাঁরা এসেছেন, তাঁরা এখন বড় বড় কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে আমি ওখানে গিয়ে সৌজন্য দেখিয়েছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দেখাতে পারেননি। রামমন্দিরের উদ্বোধনের সময় উনি যদি ওখানে গিয়ে সৌজন্য দেখাতেন…ওঁকে আজ এখানে মন্দির গড়তে হল কেন? আজ তৃণমূলকে রামনবমীর মিছিল করতে হয়। সেদিন উনি যাননি, সৌজন্য দেখাননি। কিন্তু দিলীপ ঘোষ সৌজন্য দেখিয়েছে।”
একদিন আগেই দিলীপকে কটাক্ষ করেন অশোক। দিলীপের ব্য়ক্তিগত জীবন নিয়েও আক্রমণ শানান তিনি। শুধু তাই নয়, দিলীপ তৃণমূলের হয়ে কাজ করছেন বলেও অভিযোগ তোলেন। আজ সেই আক্রমণের জবাব দিলেন দিলীপ। স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে দিঘার জগন্নাথ মন্দিরে দিলীপের পদার্পণ এবং সেখানে মমতার সঙ্গে তাঁর সাক্ষাৎ এই মুহূর্তে রাজ্য রাজনীতির 'হট টপিকে' পরিণত হয়েছে। রাজ্য বিজেপি-র অনেকেই সেই নিয়ে মুখ খুলেছেন। কিন্তু দিল্লিতে বিজেপি-র শীর্ষ নেতৃত্বের কেউ কোনও প্রতিক্রিয়া জানাননি। তাঁদের তরফে এ নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়নি, কোনও কথাও হয়নি বলে জানিয়েছেন দিলীপ।






















